ছায়াদ হোসেন সবুজ:: সাধারণত পৃথিবীতে ভালো মানুষের দামটাই বেশি, যোগ্য নেতা কিংবা যোগ্য মানুষের দামটাই সবার চোখে বেশে উঠে উজ্জ্বল নক্ষত্রের মত। যোগ্য মানুষের কদর আলাদা মুল্যায়ন করা হয় প্রতিটি স্থানে। যে মানুষ প্রকৃত যোগ্যতার অধিকারী তাদেরকেই দেয়া হয় সম্মানের সনদ। প্রতিটি দেশের ন্যায় আমাদের দেশেও এর নেই কোন ব্যাতিক্রম, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই যোগ্য নেতৃত্বকেই দিয়ে আসছেন প্রাধান্য। এমনি এক যোগ্য মানুষ যোগ্য নেতা জুটেছে সুনামগঞ্জ-৩ আসনের মানুষদের জন্য। তাই তো বারবার সেই যোগ্য নেতা এম এ মান্নানকে দেয়া হচ্ছে নৌকার দায়িত্ব। এম এ মান্নানের মত খাটি সোনা চিনতে ভুল করেননি বাংলার রত্ন শেখ হাসিনা। যার বদৌলতে সুনামগঞ্জ-৩ আসনের মানুষের ভাগ্যের উন্নয়নের দায়িত্ব দেয়া হচ্ছে একজন খাটি মানুষকে, একজন যোগ্য নেতাকে।
আর এই যোগ্য নেতা বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্জ্ব এম এ মান্নান এমপি পুনরায় নৌকার মাঝি নির্বাচিত হওয়ায় উনাকে উষ্ণ ভালোবাসায় বরণ করার আশায় অপেক্ষারত দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুর তথা সুনামগঞ্জবাসী। দুই উপজেলাবাসীর প্রানের স্পন্দন, উন্নয়নের সারথীকে বরণ করতে নেয়া হচ্ছে নানান প্রস্তুতি। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন সজ্জন এই রাজনীতিবিদ প্রিয় নেতার জন্য। প্রিয় নেতা, উন্নয়নের অগ্রদূতকে পুনরায় নৌকার মাঝি নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুনগানেরও কমতি নেই এখানে। গোটা সুনামগঞ্জবাসীকে আলোকিত করা এই আলোক বর্তিকার অপেক্ষার প্রহর যেন কাটছেনা কেউরই। সবাই তাকিয়ে আছেন নেতা কখন আসবেন, উন্নয়নের অগ্রদূত কখন আসবেন, আলোর প্রদিপ কখন আসবেন, নয়নের মনি কখন আসবেন। সত্যিই এই ভালোবাসায় নেই কোন পাপ, নেই কোন সংশয়, নেই কোন ধোকাবাজি এই ভালোবাসায় প্রকৃত প্রেমের উজ্জ্বল আলো রয়েছে।
এম এ মান্নানকে বরণ করতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের পক্ষ থেকেও নেয়া হয়েছে নানা প্রদক্ষেপ। এখন শুধু নেতা আসার অপেক্ষায় অপেক্ষমান সবাই। উনি আসলেই পরিপূর্ণ আয়োজনের মধ্য দিয়েই তাদের প্রদক্ষেপের ষোল আনা বাস্থবায়ন হবে।
উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী জানান, প্রিয় নেতাকে স্বাগত জানাতে, বরণ করে নিতে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। এখন শুধু নেতার অপেক্ষায় উনি আসলেই আমাদের প্রস্তুতিগুলো সাফল্য মুখ দেখবে। আমরা আছি আমাদের বীর পুরুষের অপেক্ষায়। আমরা আছি আমাদের উন্নয়নের অগ্রদূতের অপেক্ষায়।জনগণ নেতার জন্য অপেক্ষায় দিন পার করছেন।