মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৫০ অপরাহ্ন

শেষটাও রাঙাতে চায় বসুন্ধরা কিংস

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১৮
  • ১৯৫ বার

স্পোর্টস ডেস্ক::
ফেডারেশন কাপ ফুটবলের ৩৮ বছরের ইতিহাসে নতুন এসে কোনো দলের চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড নেই। শুক্রবার ফাইনালে আবাহনীকে হারাতে পারলে সে ইতিহাস গড়া হবে নবাগত বসুন্ধরা কিংসের। শক্তিতে আবাহনীর চেয়ে এগিয়ে থাকা নতুন দলটি কী ইতিহাস গড়তে পারবে?
ফুটবলে যে কোনো ম্যাচেই যে কোনো কিছু ঘটতে পারে। দেশের ফুটবলের ঐতিহ্যের অন্যতম ধারক আবাহনী দ্বিতীয়বারের মতো হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হবে নাকি রোল অব অনারে নাম লেখাবে বসুন্ধরা সে প্রশ্নের উত্তরের জন্য শুক্রবার সন্ধ্যা পর্যন্তই অপেক্ষায় থাকতে হবে ফুটবলপ্রেমীদের। তবে লড়াইটা যে হাড্ডাহাড্ডি হবে তাতে কোনো সন্দেহ নেই।
বসুন্ধরা অপরাজিত হিসেবেই ফাইনালমঞ্চে। কোয়ার্টার ফাইালে বিজেএমসিকে গুঁড়িয়ে এবং শেখ রাসেল ক্রীড়া চক্রের বিরুদ্ধে দুর্দান্ত সেমিফাইনাল জিতে ক্লাবটি এখন দাঁড়িয়ে ইতিহাসের সামনে। জিতলে ঘরোয়া ফুটবলে ইতিহাস হবে, তারা সুযোগ পাবে এএফসি কাপেও। কাগজ-কলমে সেরা দল নিয়ে তারা ফেডারেশন কাপের শেষটাও রাঙিয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।
দলের প্রধান কোচ স্পেনের অসকার ব্রুজেন ফাইনালপূর্ব মিডিয়া ব্রিফিংয়ে আসেননি। এসেছিলেন তাঁর সহকারী আবু ফয়সাল আহমেদ। বলেছেন, ‘আমাদের একটাই লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। গ্রুপ পর্ব থেকেই ভালো খেলার চেষ্টা করেছি। যদিও গ্রুপ পর্বে দুটি ম্যাচ আমরা ড্র করেছি। তবে সেটা অতীত। এখন আমরা ফাইনালে। আবাহনীর মতো বড় দলকে হারিয়ে আমরা প্রথমবার এসেই চ্যাম্পিয়ন হতে চাই।’
শেখ রাসেলের বিরুদ্ধে দুর্দান্ত সেমিফাইনালে বদলি হিসেবে মাঠে নেমে বসুন্ধরা কিংসকে জিতিয়েছেন অধিনায়ক তৌাহিদুল আলম সবুজ। ফাইনাল প্রসঙ্গে জাতীয় দলের এ স্ট্রাইকার বলেন, ‘আমরা আগে থেকেই বলে আসছি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আমরা খেলবো। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গড়েছে বসুন্ধরা। শিরোপা থেকে মাত্র এক ধাপ দুরে আমরা। ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়ে আমরা এএফসি কাপ খেলতে চাই।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ