মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৪৫ অপরাহ্ন

জিতেই চলেছে ব্রাজিল

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২১ নভেম্বর, ২০১৮
  • ২২৪ বার

স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপের পর টানা ছয় ম্যাচ জিতল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দল। মঙ্গলবার রাতে ক্যামেরুনের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ১-০ গোলে জেতে তিতের দল।
ম্যাচের অষ্টম মিনিটে নেইমার চোট পেয়ে মাঠ ছাড়লে বড় ধাক্কাটা খায় ব্রাজিল। দলের সবচেয়ে বড় তারকার অনুপস্থিতিতেও অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণে আধিপত্য করে তারা। ৪৩তম মিনিটে এগিয়েও যেতে পারতো দলটি। কিন্তু মিডফিল্ডার আলানের হেড কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক।
দুই মিনিট পরই গোল পেয়ে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। উইলিয়ানের কর্নারে অনেকখানি লাফিয়ে উঠে নেওয়া হেডে বল জালে পাঠান ২১ বছর বয়সী রিশার্লিসন।
আন্তর্জাতিক ফুটবলে ওয়াটফোর্ড মিডফিল্ডারের এটি তৃতীয় গোল। সেপ্টেম্বরে এল সালভাদরের বিপক্ষে প্রথমবারের মতো শুরুর একাদশে জায়গা পেয়েই জোড়া গোল করেছিলেন তিনি।
দ্বিতীয়ার্ধের দশম মিনিটে আর্থার মেলোর দূরপাল্লার শট ক্রসবারে লাগলে সে যাত্রায় বেঁচে যায় ক্যামেরুন।
দ্বিতীয়ার্ধের শেষ দিকে মুহূর্তের ব্যবধানে ব্রাজিলের দুটি সুযোগ নষ্ট হলে ব্যবধান আর বাড়েনি। আলানের শট গোলরক্ষক রুখে দেওয়ার পর ফিরতি বলে রিশার্লিসনের শটও ঠেকিয়ে দেন গোলরক্ষক।
রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়ার পর টানা ছয় জয়ের পাশাপাশি ম্যাচগুলোতে নিজেদের জালও অক্ষত রাখলো ব্রাজিল। এই সময়ে প্রতিপক্ষের জালে মোট ১২ বার বল পাঠিয়েছে তারা। আগের পাঁচ ম্যাচে যুক্তরাষ্ট্র, এল সালভাদর, সৌদি আরব, আর্জেন্টিনা ও উরুগুয়েকে হারিয়েছিল নেইমাররা।
আরেক প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রকে ১-০ গোলে হারিয়েছে ইতালি। যোগ করা সময়ে একমাত্র গোলটি করেন ইন্টার মিলানের ফরোয়ার্ড মাত্তেও পলিতানো।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ