মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ন

বাংলাদেশের পক্ষে এ ম্যাচ হারা কঠিন : টেলর

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮
  • ১৯৫ বার

স্পোর্টস ডেস্ক::
সিলেট টেস্টে বাংলাদেশ দলকে স্রেফ উড়িয়ে দেয়া জিম্বাবুয়ে ঢাকায় এসে ধুঁকছে। তৃতীয় দিন শেষে স্বাগতিকদের করা ৫২২ রানের জবাবে প্রথম ইনিংস শেষে তারা পিছিয়ে ২১৮ রানে। চতুর্থ দিন সকালে বাংলাদেশ আবার ব্যাটিংয়ে নামবে নাকি জিম্বাবুয়েকে ফলো-অন করাবে এ নিয়েই চলছে বিস্তর আলোচনা।
এ সিরিজে এখনো পর্যন্ত বাংলাদেশের সেরা পারফরমার তাইজুল দিন শেষে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে জানাতে পারেননি কিছুই। চতুর্থ দিন সকালেই জানা যাবে কি করবে বাংলাদেশ। তবে ম্যাচে জিম্বাবুয়ের সর্বোচ্চ স্কোরার ব্রেন্ডন টেলর জানিয়েছেন তিনি বাংলাদেশি হলে ফলো-অনই করাতেন জিম্বাবুয়েকে।
দেশের বাইরে প্রথম সেঞ্চুরি করা টেলর মনে করেন প্রথম ইনিংসে ৫০০ রান করে ফেলার পরে বাংলাদেশের পক্ষে এই ম্যাচ হারা কঠিনই। তিনি বলেন, ‘ম্যাচে আমরা এখনও বেশ পেছনে। তারা ২২০ রানে এগিয়ে (২১৮)। আমি যদি বাংলাদেশি হতাম তাহলে আবার বোলিং করতাম। কারণ যদিও আমরা ৩০০ পেয়ে যাই, বাংলাদেশকে ৮০ তাড়া করতে হবে। তারা হয়তো দুই সেশন ব্যাট করতে চাইতে পারে, তখন নিশ্চিতভাবেই আমরা অনেক পিছিয়ে পড়ব। যখন কোন দল ৫০০ পেয়ে যাই তারা কম সময়ই হারে।’
এসময় জিম্বাবুয়ের জয়ের আশা বাঁচিয়ে রাখতে যা করণীয় ছিলো জানিয়ে তিনি বলেন, ‘নিজেদের সত্যিকারের সুযোগ সৃষ্টির জন্য আমাদের অন্তত এই ইনিংসে ৪০০-৪৫০ রান করা দরকার ছিল। দ্বিতীয় ইনিংসে আমাদের আরও মেলে ধরতে হবে নিজেদের। আমাদের চেষ্টা থাকবে যেন সিরিজ জিততে পারি। আগামীকাল এটা আরও কঠিন হতে যাচ্ছে। আমরা যদি পঞ্চম দিনে যাই, সেক্ষেত্রে উইকেট ভাঙ্গবে এবং সেটা সবকিছুই কঠিন করে তুলবে। তাইজুল যেহেতু প্রথম ইনিংসেই ৫ উইকেট পেয়েছে, দ্বিতীয় ইনিংসে তাকে মোকাবেলা করা আরও কঠিন হবে।’
তিন দিন শেষে যে অবস্থানে দাঁড়িয়ে জিম্বাবুয়ে নিঃসন্দেহে ম্যাচে ফেরা কঠিন তাদের জন্য, এটি মানেন টেলরও। এমনকি এই ম্যাচ ড্র করাও বিস্ময়কর হবে বলে মনে করেন টেলর। তবে এখনও আশা হারাননি জিম্বাবুয়ের অভিজ্ঞতম এ ক্রিকেটার।
তিনি বলেন, ‘এখনও সব শেষ হয়নি, অবশ্যই না। কিন্তু এ ম্যাচে এমনকি ড্র করাটাও আমাদের জন্য নিশ্চিতভাবে চ্যালেঞ্জ হয়ে গেছে। আমরা ১০৫ ওভার ব্যাট করেছি। আমরা যদি ৪ সেশন ব্যাট করি, তাহলে পঞ্চম দিনে সেটা ১২০ ওভারে গিয়ে দাঁড়াবে। বাস্তবিকপক্ষে এটা খুবই বিস্ময়কর হবে আমরা যদি এ ম্যাচ ড্র করি। কিন্তু আমাদের বিশ্বাসটা থাকতে হবে যে আমাদের ব্যাটসম্যান আছে এবং তাদের সেই মানসিক শক্তি দেখাতে হবে এটা করার জন্য।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ