দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক:: সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ১৩ জন সম্ভাব্য প্রার্থী। দু একজন পরে বাকি সব প্রবাসী।
এ আসনে শেষ পর্যন্ত কে হবেন নৌকার মাঝি তা জানা যাবে ১৪ নভেম্বর। প্রার্থীদের হিড়িকে ভোটাররা নানান প্রশ্নের মাঝে ঘুরপাক খাচ্ছে।
আওয়ামী লীগের দলীয় এমপি নুরুল ইসলাম নাহিদের নাম দীর্ঘদিন থেকে এ আসনে পুনরায় দলীয় প্রার্থী থাকার ঘোষণা শুনা গেলেও শেষ পর্যন্ত দেখা যাচ্ছে তার বিপরীতে ১২ জন প্রার্থী আ.লীগের দলীয় মনোনয়ন ক্রয় করে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন।
অবস্থাদৃষ্টে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। নির্বাচনের তফসিল ঘোষণার পর দলীয় মনোনয়ন কিনেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি, কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সারোয়ার হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন খান, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জাকারিয়া আহমদ পাপলু, বাংলাদেশ যুব মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ডেইজী সারোয়ার, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য রুহুল আনাম মিন্টু, বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাসেম পল্লব, লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফসার খান সাদেক, ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা চৌধুরী সালেহ আহমদ, নিউজার্সি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিক উদ্দিন, যুক্তরাজ্য আ.লীগের দপ্তর সম্পাদক শামসুল ইসলাম বাচ্চু ও গোলাপগঞ্জ উপজেলা তাঁতীলীগের আহবায়ক হেলাল আহমদ চৌধুরী।
সাধারণ ভোটাররা মনে করেন দেশের সরকারী দলের অবস্থা যদি এমন হয় তবে অন্য দলের অবস্থা কি হবে? এতো প্রার্থী হলে জনগণের আস্থার প্রতীক হবে কে? তারা মন্তব্য করেন আমরা তো দেখতে পাচ্ছি এসব প্রার্থীদের অনেকেই প্রবাসী। এরা ভোট আসলে আমাদের পাশে আসে অতিথি পাখির মতো। ভোট শেষে আবার চলে যায়। আমরা চাই জনগণের নেতাকে, যিনি আমাদের সুখে দুঃখে পাশে থাকবেন।