রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:১৭ পূর্বাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে বাস এবং প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জন সহ ৫ জন নিহত

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪১৫ বার

নিজস্ব প্রতিবেদক:দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজারে বাস এবং প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জন সহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে। নিহতারা হলেন সিলেটের টুকের বাজারের পীরপুরের বাসিন্দা মোঃ আব্দুস শহীদ (৬৮) ও তার স্ত্রী হাছনা বেগম (৬২) এবং মেয়ে আয়শা বেগম (২৫), তাদের আত্মীয় আয়াজুন নেছা বেগম (৪৮) ও প্রাইভেট কারের চালক ছাব্বির আহমদ (৩০), জানা যায়, নিহতরা প্রাইভেট কারযোগে (ঢাকা মেট্রো-খ-১১-৫৯৮৪) সিলেট থেকে সুনামগঞ্জে ভার্ড চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন এসময় পথে পাগলা বাজার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি বাস (সিলেট-জ-০৯-০০৭৮) প্রাইভেট কারটিকে ছাপা দিলে ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়। এসময় ঘাতক বাসের ছাপায় প্রাইভেট কারটি একেবার দুমড়ে মুচড়ে যায়। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাবিব উল্লাহ সড়ক দূর্ঘটনায় ৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মরদেহ হস্তান্তরের জন্য তাদের আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। খবর পেয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক, সাবিরুল ইসলাম, পুলিশ সুপার বরকত উল্লা খান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবদুল কালাম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হারুনুর রশীদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হারুনুর রশীদ জানান, ঘটনাটি খুবই হৃদয় বিদারক, দূর্ঘটনার পরই ঘাতক ড্রাইভার পালিয়ে গেছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করি। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ