সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৮:১৯ অপরাহ্ন

জগন্নাথপুরে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮
  • ১৯৬ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন, হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ সুষ্ঠভাবে সম্পন্ন করা ও অবৈধ ট্রলি, টমটম যততত্র ব্যবহার নিয়ন্ত্রনসহ সড়ক নিরাপত্তার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার জগন্নাথপুর উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম,জগন্নাথপুর থানা পরির্দশক তদন্ত ননী গোপাল দাশ,উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রবহমান, পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক,রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা,পাইল গাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মখলিছুর রহমান,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়,শিক্ষক সাইফুল ইসলাম রিপন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যনি সৈয়দ লিলু মিয়া,কলকলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আশাদ মিয়া প্রমুখ।

জগন্নাথপুর থানার পুলিশ পরির্দশক (তদন্ত) ননী গোপাল দাশ সাংবাদিকদের বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোন অবনতি না ঘটে তাই আমরা এবিষয়টি গুরুত্ব দিয়ে সকলের সহযোগীতায় কাজ করছি। সবাই সহযোগীতার আশ্বাস দেওয়ায় আমরা সুষ্ঠ নির্বাচনের বিষয়ে আশাবাদি।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি মাহফুজুল আলম মাসুম বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রেখে একটি অবাধ,সুষ্ঠ নির্বাচন বাস্তবায়নের জন্য আমরা বদ্ধপরিকর। তাই মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় নির্বাচনী আচরন বিধির বিষয়ে আলোচনা করে জনপ্রতিনিধিসহ সকলের সার্বিক সহযোগীতা কামনা করেছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ