মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:৫৩ পূর্বাহ্ন

আকিলা ধনঞ্জয়ার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১১ নভেম্বর, ২০১৮
  • ২১৪ বার

স্পোর্টস ডেস্ক::
শ্রীলঙ্কার অফ স্পিনার আকিলা ধনঞ্জয়ার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুললো আইসিসি। ইংল্যান্ডের বিরুদ্ধে গলে প্রথম টেস্টে তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ম্যাচটির আম্পায়াররা।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, ২৫ বছর বয়সী এই স্পিনারকে অ্যাকশন নিয়ে দুই সপ্তাহের মধ্যে পরীক্ষায় বসতে হবে। তবে ওই পরীক্ষার রিপোর্ট প্রকাশ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে খেলে যেতে পারবেন তিনি।
প্রথম টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কাকে ২১১ রানে হারিয়েছে ইংল্যান্ড। তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ১৪ নভেম্বর থেকে পাল্লেকেলে স্টেডিয়ামে শুরু হবে। গলে প্রথম টেস্টে দুই উইকেট নিয়েছেন আকিলা।
এখনও পর্যন্ত চার টেস্টে ১৯ উইকেট নিয়েছেন তিনি। সেরা বোলিং ২৪ রানে ৫ উইকেট। একদিনের ক্রিকেটে তিনি নিয়েছেন ৪৬ উইকেট। টি-টোয়েন্টিতে তিনি নিয়েছেন ১৪ উইকেট।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ