মোঃ শহীদ মিয়া, সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৪নং পূব’পাগলা ইউনিয়নের দামোধরতপী গ্রামের দক্ষিণের মাঠে ১১ গ্রামের যুব সমাজের উদ্যাগে এক আলোচনা সভা আয়োজন করা হয়। মাহমদপুর গ্রামের জালাল উদ্দীনের সভাপতিত্বে ও ওবায়দুল হক (মিলনের) পরিচালনায় সভা শুরুতে সুনামগঞ্জের সদ্য প্রয়াত জনপ্রিয় মেয়র মরহুম আয়ূব বখ্ত জগলুলের মূত্যুতে শোক প্রকাশ ও এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে সভার আলোচনার কাজ শুরু হয়। আলোচনার সূচী:
১: ১১ গ্রামের যুব সমাজের মধ্যে সুসম্পক’তৈরি করা।
২: সাংগঠনিকভাবে সংগঠন তৈরি করা।
৩: আত্ননিভ’রশীলতা ও আত্নকম’ সংস্হান সূষ্টি করা।
৪: সাংস্কূতিক ও খেলাধুলায় এগিয়ে যাওয়া।
৫: সামাজিক ও বিভিন্ন উন্নয়ন মূলক কাজে অবদান রাখা।
উপরের উল্লেখিত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় এবং সভায় ১১ গ্রামের যুব সমাজের ৭৬ জন যুবক উপস্তিত হয়ে সকলে নিজের মতামত ও মূল্যবান বক্তব্য পেশ করেন। বক্তব্যকালে অনেকে এই সামাজিক সংগঠনকে ভবিষ্যত্বে আমাদের এগিয়ে নেবে এবং এই বাংলাদেশে পরিচিতি লাভ করবে আমরা প্রত্যকে নিজ নিজ অবস্হান থেকে সমাজের ভাল কাজে জন্য এগিয়ে আসবো, আমরা আমাদের এলাকায় যদি সচেতন হয়ে মিলে মিশে কাজ করি তাহলে এলাকায় শান্তি ও স্বস্তিতে বসবাস করবো-এলাকায় কোন হানাহানি মারামারি চুরি ডাকাতি মাদকসহ অসামাজিক কাজ কেউ করতে পারবে না, আমরা চাই এলাকার উন্নয়ন হউক, আমাদের নতুন প্রজন্মকে সু-শিক্ষায় শিক্ষিত করতে চাই পাশাপাশি খেলাধুলায় এগিয়ে নিতে চাই, সভায় বক্তব্য রাখেন ইউ/পি সদস্য মোঃ আব্দাল মিয়া, ইয়াহিয়া আহৃমদ (সুমন), মোঃ আজির মিয়া, মোঃ রইছ মিয়া, এডঃ আতাউল হক মাষ্টার, জাহাঈীর আলম, সাবেক মেম্বার আনোয়ার মিয়া, নুর উদ্দীন, সাংবাদিক জাহাঈীর আলম, সাংবাদিক মোঃ শহীদ মিয়া, রাজন আহমদ (লিমন), চুরুক মিয়া, ইসলাম উদ্দীন, রাসেল আহমদ, সুনুর আলী, জয়নাল মিয়া, আকিক মিয়া, আনোয়ার বেগ, নজরুল সাবলু, জাহিদুল, মাহমদ আলী, এনাম, নিচে ১১ গ্রামের নাম উল্লেখ করা হলো ১/ দামোধরতপী, (২) মাহমদপুর, (৩) ডিগারকান্দি, (৪) আলমপুর, (৫) নাজিমপুর, (৬) ঘোড়াডুম্বুর, (৭) পিঠাপই, (৮) মনবেগ, (৯) বেতকোনা, (১০) নোয়াগাওঁ, (১১) চুরখাই। সকলের সব’সম্মিতিক্তমে ৪৯ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি করা হয়। পরবতীতে সভাপতি বক্তব্য সকলকে ধন্যবাদ জানিয়ে ০৫/০২/২০১৮ইং রোজ সোমবার পূনাঈ কমিটি ঘোষনা করা হবে বলে সভা সমাপ্ত করা হয়।