সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১২:১৭ অপরাহ্ন

বঙ্গবন্ধু সুনামগঞ্জ মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল একনেকে অনুমোদন: এলাকায় আনন্দ-উচ্ছ্বাস

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৫ নভেম্বর, ২০১৮
  • ৩৭১ বার

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের প্রচেষ্ঠায় রোববার একনেকের সভায় সুনামগঞ্জ জেলাবাসীর বহুল প্রত্যাশিত বঙ্গবন্ধু সুনামগঞ্জ মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ খবরে এলাকাবাসীর মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা দিয়েছে। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান (এমপি)দক্ষিণ সুনামগঞ্জ টুয়েন্টিফোর ডটকমকে জানান আজকের একনেকের বৈঠকে বঙ্গবন্ধু সুনামগঞ্জ মেডিকেল কলেজ এন্ড হাসাপাতাল অনুমোদন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর জন্য তিনি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সুনামগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন। একনেকের সভায় অনুমোদিত বঙ্গবন্ধু সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণব্যয় ধরা হয়েছে ১১০৭ কোটি ৯৮ লাখ টাকা।

এদিকে জেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত এ প্রকল্পটি অনুমোদন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী তহুর আলী,সহসভাপতি ও ইউপি চেযারম্যান মাসুদ মিয়া,সাধারন সম্পাদক আতাউর রাহমান,সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন, উপজেলা যুবলীগের সভাপতি এড: বোরহান উদ্দিন দোলন,সহ-সভাপতি নুর হোসেন, সাধারন সম্পাদক মনিরুজ্জামান সুজন, উপজেলা কৃষকলীগের আহবায়ক ফযেজুর রহমান,জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম জহুর,জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইমরান হোসেন তালুকদারসহ উপজেলা তৃনমূলের নেতৃবৃন্দ প্রমূখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ