সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৮:৪৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জে জেলা প্রশাসক আব্দুল আহাদ দাঁড়ালেন মেধাবী শিক্ষার্থীর পাশে

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮
  • ২৪২ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক :: সুনামগঞ্জে এক মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক আব্দুল আহাদ। তিনি পূর্বেকার কর্মস্থল সিলেট জেলা পরিষদে থাকাকালীনও এমনি করে বড় মনের পরিচয় দিয়েছেন। সরকারী এই কর্মকর্তার এমন উদ্যোগ অন্যদের জন্য অনুপ্রেরণার উদাহরণ হবে নি:সন্দেহে। এমনটিই মনে করেন তার সহকর্মীরা।
দারিদ্রতাকে জয় করে অদম্য মেধাবী কামরুল হাসান অর্থাভাবে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছুতে পারছিলেন না। তার বাবা একজন মাদ্রাসা শিক্ষক। অর্থের অভাবে তার অভিভাবক তাকে ঢাকায় ভর্তি করাতে অপারগতা প্রকাশ করে এবং তাকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ না করার জন্য বলে।
কিন্তু শত কষ্টের মাঝেও পড়াশোনা চালিয়ে সে বাড়ি থেকে কাউকে না জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের মেধাক্রম ৪১০, বিভাগ- রাষ্ট্রবিজ্ঞান ভর্তির সুযোগ পায়।
সে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও এ ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়। বৃহস্পতিবার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ এর সাথে সাক্ষাৎ করলে তিনি তাকে ভর্তির জন্য প্রয়োজনীয় অর্থ প্রদান করেন।
মেধাবী শিক্ষার্থী কামরুল হাসান জেলার সদর উপজেলার কাঠইর ইউনিয়নের উলুতুল গ্রামের শায়খুল ইসলাম এর ছেলে। ভর্তির জন্য আর্থিক সহায়তা পেয়ে কামরুল হাসান আবেগে আপ্লুত হয়ে যান এবং জেলা প্রশাসক এর প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ