মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ০৪:৩২ অপরাহ্ন

শহর বিক্রির বিজ্ঞাপন দিয়েছে নিউজিল্যান্ড

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮
  • ২৭৮ বার

আন্তর্জাতিক ডেস্ক 
এ যুগে মানুষ কত কিছুই না বেচা-কেনা করছে। কেউ বাড়ি কিনছে তো কেউ বিক্রি করছে। পুঁজিবাদের এ যুগে এটাই স্বাভাবিক। মানুষের অর্থনৈতিক সক্ষমতার ওপর নির্ভর করে তার ক্রয় ক্ষমতা। কিন্তু তাই বলে পুরো একটি শহর বিক্রি হবে আর সেটা কেনার জন্য মানুষও পাওয়া যাবে, এমনটা তো আগে হয়নি। তবে এই সব সম্ভবের দুনিয়ায় এবার শহর বিক্রির বিজ্ঞাপন দিয়েছে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের ওই শহরের নাম ‘লেক ওয়েটাকি ভিলেজ’। দেশটির দক্ষিণ দ্বীপের ডানেডিন থেকে প্রায় ১১২ মাইল দূরে অবস্থিত ওই শহর। কর্তৃপক্ষ শহরটির বিক্রি মূল্য ঠিক করেছে ২ দশমিক ৮ মিলিয়ন মাকিন ডলার। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শহরটির অবস্থান খুব নিরিবিলি একটা জায়গায়। তবে তথাকথিক শহর বলতে আমরা যা বুঝি ঠিক তা নয় শহরটি। মোট আটটি বাড়ি, একটি রেস্টুরেন্ট এবং গাড়ি রাখার জায়গা আছে সেখানে। তবে শহরটির চারপাশ দেখলে যে কারও মন জুড়িয়ে যাবে। তাই অনেক পর্যটকদের জন্যও এটি একটি আকর্ষণীয় স্থান।
এই শহরের একটা গল্প আছে। আজ থেকে প্রায় ৯০ বছর আগে এখানে একটি বাঁধ নির্মাণ করার সময় শহরটির গোড়াপত্তন ঘটে। বাঁধ নির্মাণের নিমিত্তে ১৯৩০ সালে শহরটিতে মানুষ আসতে থাকে। কিন্তু নির্মাণ কাজ শেষ হলে সেখান থেকে চলে যেতে থাকে তারা। আবার ওই সময় নতুন করে অনেকে এসে বসবাস শুর করেন সেখানে। কিন্তু ১৯৮০ সালে শহরটি একেবারে খালি হয়ে যায়।
শহর বিক্রির বিজ্ঞাপন দেখার পর নিউজিল্যান্ডভিত্তিক একটি রিয়েল এস্টেট এজেন্সির কর্মকর্তা কেলি মিলমিনে বলেন, ‘এই শহরটিকে ভ্রমণের জন্য আদর্শ জায়গা হিসেবে গড়ে তোলা সম্ভব। তাই এটি কেনার পরিকল্পনা করছি আমরা।’
তবে বিদেশি নাগরিক কিংবা অভিবাসীরা শহরটি কিনতে পারবেন না। কেননা চলতি বছরের আগস্টে দেশটিতে সম্পত্তি ক্রয়-বিক্রয় সংক্রান্ত একটি আইন পাশ হয়। ওই আইন অনুযায়ী নিউজিল্যান্ডের বৈধ নাগরিক ছাড়া দেশটির সম্পত্তি কেউ কিনতে পারবেন না।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ