রংপুর নগরীর উত্তম এলাকায় ডায়মন্ড পার্টিকেল বোর্ড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ওই কারখানার স্বত্বাধিকারী হলেন বিনোদন কেন্দ্র ভিন্নজগতের মালিক কামাল হোসেন।
রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আজিজুল ইসলাম জানান, রাত সাড়ে ৮টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রংপুর, সৈয়দপুর, জলঢাকা, বদরগঞ্জ, হারাগাছ ও তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। দুই ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ১০টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।