রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০২:১৬ অপরাহ্ন

জৈন্তাপুরে ডিজিটাল শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ৪তলা আইসিটি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮
  • ২৫৪ বার

নাজমুল ইসলাম, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:-সিলেটের জৈন্তাপুর উপজেলার নারী শিক্ষা বিস্তারের একমাত্র প্রতিষ্ঠান ইমরান আহমদ সরকারি মহিলা কলেজ। কলেজটি প্রতিষ্ঠার পর হতে পিছিয়ে পড়া এ অঞ্চলের নারী শিক্ষার আলো প্রসারিত হয়েছে। স্থানীয় সংসদ সদস্যের ঐক্লান্তিক চেষ্টায় প্রতিষ্ঠানটি তার সুনাম ধরে রাখছে। ডিজিটাল শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এবং মান সম্পন্ন শিক্ষার আলো পৌঁছার লক্ষে ৪তলা বিশিষ্ট আইসিটি ভবনের ভিত্তি প্রস্তরের মাধ্যমে প্রতিষ্ঠানটি আরও একধাপ এগিয়ে যাবে। ১১ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অত্র কলেজের প্রতিষ্ঠাতা সিলেট-৪ আসনের শিক্ষা বিস্তারের অন্যতম আলোক বর্তিকা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৪তলা বিশিষ্ট আইসিটি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমদ, জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মৌরীন করিম, সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান পলাশ, ইমরান আহমদ সরকারি কলেজের প্রিন্সিপাল ড. এনামুল হক সরদার, ভাইস প্রিন্সিপাল শাহেদ আহমদ, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খাঁন মোঃ মইনুল জাকির, ২নং জৈন্তাপুর চেয়ারম্যান এখলাছুর রহমান, নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান বাবুল, সাবেক উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল কাদির, সাবেক জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আলা উদ্দিন, নজরুল ইসলাম, মোস্তফা মিয়া, আব্দুল মন্নান, জৈন্তাপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন, শাহীন আহমদ, ছাত্রলীগ নেতা শাহীন আহমদ, মাহবুবুর রহমান সবুজ, কুতুব উদ্দন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক শিক্ষিকা সহ জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। অপরদিকে দুপুর সাড়ে ১২ জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজে ৪তলা বিশিষ্ট আইসিটি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ