রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০২:১৫ অপরাহ্ন

আরেকটি ভবন পেল সৈয়দপুর আদর্শ কলেজ, ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন-প্রতিমন্ত্রী মান্নান

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮
  • ২৫৮ বার

মো. মুন্না মিয়া :: জগন্নাথপুরের সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর আদর্শ কলেজকে আধুনিকায়ন করতে পরপর দুটি ভবন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপির অক্লান্ত পরিশ্রমে নির্মাণ হতে যাচ্ছে। ইতিমধ্যে চারতলা বিশিষ্ট ভবনের দুতলার কাজ শেষ হওয়ার পথে। আর ওই চারতলা বিশিষ্ট ভবনের তৃতীয় ও চতুর্থ তলা ভবনের উর্ধ্বমূখি সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর ও পাঁচ তলা বিশিষ্ট একাডেমিক কাম প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সুনামগঞ্জ-৩ আসনের এ সাংসদ।

প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি শুক্রবার (১২ অক্টোবর) এসব কার্যক্রমের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এসময় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদ সদস্য মাহতাব উল হাসান সমুজ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, জেলা আওয়ামী লীগের সদস্য ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব কামালী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহীদ, উপদপ্তর সম্পাদক মাসুম আহমদ, আশারকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আবু ঈমানী, সৈয়দপুর আর্দশ কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, সাবেক অধ্যক্ষ শাহেদুর রহমান শাহেদ, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সৈয়দ লাল মিয়া, সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সহ-সভাপতি কল্যান কান্তি রায় সানী, সায়মন হোসেন রুমেন, আবদুল মুমিন নাসির, সুফি মিয়া, যুগ্ম সম্পাদক লুকমান মিয়া তালুকদার, আশরাফ হোসেন, প্রচার সম্পাদক সজীব রায় দূর্জয়, দপ্তর সম্পাদক মো. মুন্না মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজেল আহমদ তালুকদার, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাজু আহমদ, সাধারন সম্পাদক ওলিউর কামালীসহ কলেজ গর্ভনিং কমিটির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন যুবলীগ নেতা মাওলানা আনোয়ার আলী। এসব ভবন শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর বাস্তবায়ন করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ