এম এ মোতালিব ভুঁইয়া: জনপ্রিয় অনলাইন নিউজ ভিশন ও দৈনিক হাওরাঞ্চলের কথাসহ বিভিন্ন অনলাইন নিউজে দোয়ারাবাজারের বিভিন্ন স্কুলে স্লিপ সংস্কার ও প্রাক প্রাথমিকে বরাদ্দকৃত টাকা হরিলুট!এর বিশেষ প্রতিবেদন প্রকাশ হওয়ার পর রবিবার উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ বিদ্যালয় ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা বা স্কুল লেভেল ইম্প্রুভমেন্ট প্যান্ট (স্লিপ) ও প্রাক প্রাথমিকের বরাদ্দকৃত এর অর্থায়নে বাস্তবায়নাধীন কাজের মান ও স্কুল পরিদর্শন করেন। সকালে নৈনগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এসে স্লিপের কাজ ও ক্লাস কার্যক্রম পরিদর্শন করেন। এখানে তিনি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। পুরব নৈনগাঁও আনন্দ স্কুল পরিদর্শনে গিয়ে স্কুল বন্ধ পান তিনি। দুপুরে ইদুকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে বলেন স্লিপ ও প্রাক প্রাথমিকের কাজ দ্রত শেষ করতে হবে,শহীদ মিনার তৈরী করতে হবে,বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজকে ক্লাসরুম থেকে বাসস্থান সড়িয়ে নিতে বলেছেন,ক্লাসরুমে থাকার সুযোগ নেই।উল্লেখ্য যে ইদুকোনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ ক্লাসরুমকে বাসস্থান বানিয়েছিলেন। পরে তিনি পেস্কারগাও সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে তিনি শ্রেনীকক্ষে গিয়ে শিক্ষাদান পদ্ধতি পর্যবেক্ষন করেন ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু রায়হান। তারপর তিনি সকল শিক্ষকদের সাথে পাঠদান পদ্ধতি সম্পর্কে মতবিনিময় করেন। পরিদর্শন শেষে তিনি জানান, শিক্ষার গতানুগতিক ধারা, শুধু পরীক্ষা পাশের ধারনা থেকে বেরিয়ে এসে শিক্ষার ধরন পরিবর্তন না করতে পারলে দেশ সামনে এগিয়ে যেতে পারবেনা। বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা ও পড়াশুনারর মান বিষয়ে আলোচনা করা হয়। এ বছরের স্লিপ এর টাকা থেকে বিদ্যালয় প্রাঙ্গণ এ শহীদ মিনার স্থাপনে উদ্বুদ্ধ করা হয়।স্লিপ ও প্রাক প্রাথমিকের বরদ্বকৃত টাকার যথাযথভাবে ব্যবহার নিশ্চিত করতে হবে,অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।