শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ০২:০২ পূর্বাহ্ন

দোয়ারাবাজারের বিস্তীর্ণ এলাকা প্লাবিত

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১ জুন, ২০২৪
  • ১৭ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ তিন দিনের টানা বৃষ্টিপাত,  সিলেটের বন্যা উপদ্রুত এলাকা ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শুক্রবার ভোর থেকে প্লাবিত হয়ে পড়েছে দোয়ারাবাজার উপজেলার বিস্তীর্ণ এলাকা।

বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা, চেলা, মরা চেলা, চিলাই, চলতি, খাসিয়ামারা ও ছাগলচোরাসহ উপজেলার সকল নদনদীর পানি। তলিয়ে গেছে হাওর, মাঠঘাট, গোচারণ ভূমি, রবিশস্য ও ইরি বোরো ফসলি জমি। বিপর্যস্ত হয়ে পড়েছেন ভারতের সীমান্ত ঘেঁষা বগুলা, লক্ষীপুর, নরসিংপুর, বাংলাবাজার ছাড়াও দোয়ারা সদরসহ বাকি পাঁচ ইউনিয়নেের নিম্নাঞ্চল ও হাওরপাড়ের জনগোষ্ঠী।

 

 

শুক্রবার সকাল থেকে তেমন বৃষ্টিপাত না হলেও ভাটিতে পানির টান না থাকায় রাত ৮টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে ভয়াবহ বন্যার আশংকা করছেন উপদ্রুত এলাকার বানভাসি লোকজন।
উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার তনু জানান, জানমালের ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো পাওয়া যায়নি। বন্যা মোকাবেলায় প্রশাসনিক সকল প্রস্তুতি জোরদার করতে আমাদের মনিটরিং অব্যাহত রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ