স্পোর্টস ডেস্কঃ আইপিএলের শুরুতে এক অপ্রতিরোধ্য নাম ছিল রাজস্থান রয়্যালস। কিন্তু শেষের দিকে এসে টানা চারটি ম্যাচ হেরে যায় তারা। একটি ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। তবুও ভাগ্য ভালো আগের ম্যাচগুলোতে জিতেছিলো, তাই সুযোগ পেয়েছে প্লে-অফে খেলার।
অন্যদিকে অবিশ্বাস্য কামব্যাট করে আইপিএলের প্লে-অফে নাম লেখায় বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ দিকে টানা ৬টি ম্যাচ জিতে এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে চেন্নাইকে প্রয়োজনীয় ব্যবধানে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করে তারা। দুই দলের ছিল আজ নকআউট ম্যাচ। অর্থ্যাৎ প্লে-অফের ইলিমিনেটর রাউন্ড। এই ম্যাচে এসে আগের মতোই জ্বলে উঠলো রাজস্থান রয়্যালস।
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখলো সাঞ্জু স্যামসনের দল। অন্যদিকে বিদায় করে দিলো বেঙ্গালুরুকে। আহমেদাবাদে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে বেঙ্গালুরু। জবাব দিতে নেমে ১ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান রয়্যালস।
ফাইনালে ওঠার লড়াই দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের। টস হেরে ব্যাট করতে নেমে বিরাট কোহলিরা খুব বেশি ভালো ব্যাট করতে পারেননি। ২৪ বলে ৩৩ রান করেন কোহলি। ৩৪ রান করেন রজত পাতিদার। ৩২ রান করেন মহিপাল লমরর। ২৭ রান আসে ক্যামেরন গ্রিনের ব্যাট থেকে।
জবাব দিতে নেমে জসস্বি জয়সওয়াল ৩০ বলে করেন ৪৫ রান। ২৬ বলে ৩৬ রান করেন রায়ান পরাগ। ১৪ বলে ২৬ রান করেন শিমরন হেটমায়ার। ৮ বলে ১৬ রানে অপরাজিত থেকে রাজস্থানকে জয় এনে দেন রোভম্যান পাওয়েল।