বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৬:১৫ পূর্বাহ্ন

নরসিংদীতে প্রতিদ্বন্দ্বীর হামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৩৩ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃনরসিংদীর রায়পুরায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হামলায় সুমন মিয়া নামের ভাইস চেয়ারম্যান পদে এক প্রার্থী নিহত হয়েছেন।

বুধবার (২২ মে) দুপুর ১২টায় উপজেলার চরাঞ্চল পাড়াতলী ইউনিয়নের মীরেরকান্দী মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও নেতাকর্মীরা জানান, আগামী ২৯ মে তৃতীয় ধাপে রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া উপজেলার চরাঞ্চল পাড়াতলীতে গণসংযোগে যাচ্ছিলেন। এসময় তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবিদ হাসান রুবেলের নেতৃত্বে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে সুমন মিয়া আহত হন।

আহত সুমন দৌড়ে স্থানীয় বাঁশগাড়ি পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন। সেখান থেকে পুলিশ উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু হাসপাতালে ছুটে যান। এ ঘটনায় রায়পুরায় উত্তেজনা বিরাজ করছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ