দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ ধর্মপাশায় উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সাথে কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা প্রদান, রেফারেল ও সংযোগ জোরদার বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ধর্মপাশা এপি’র মা ও শিশু স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রকল্প এ সভার আয়োজন করে। এতে সংস্থার ধর্মপাশা এপি’র প্রোগ্রাম ম্যানেজার সাগর জন কস্তার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবীর সরকার। প্রকল্প কর্মকর্তা সুব্রত চকমার পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন, সংস্থার ম্যানেজার প্রশান্ত নাফাক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিফাত তারেক সিদ্দিকি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবির, ধর্মপাশা থানার এসআই আ. সবুর, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, সাংবাদিক সালেহ আহমদ প্রমুখ।
সুত্রঃ দৈনিক সুনামগঞ্জের খবর