বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ০৭:০০ পূর্বাহ্ন

প্রাথমিক বিদ্যালয় খুলবে রোববার

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৩৬ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ তীব্র তাপপ্রবাহের কারণে তিন দিনের ছুটি ও সাপ্তাহিক বন্ধের রোববার (৫ মে) থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে যথারীতি ক্লাস শুরু হবে। তাপপ্রবাহ চলাকালে যেসব শর্তে বিদ্যালয় খোলা রাখার কথা, সেসব শর্ত বহাল থাকছে।

বৃহস্পতিবার (২ মে) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, তাপপ্রবাহের কারণে কোমলমতি শিশুদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে ২ মে পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছিল। শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধের দিন। ফলে রোববার থেকে আবারও ক্লাস শুরু হবে। তবে তাপপ্রবাহ এখনো চলমান থাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দেওয়া শর্তগুলো মেনে বিদ্যালয় পরিচালনা করতে হবে।

এর আগে তাপপ্রবাহে প্রাথমিক বিদ্যালয় খোলার নির্দেশনায় বলা হয়েছিল, এক শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহ সকাল ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে। দুই শিফটে পরিচালিত বিদ্যালয়ে প্রথম শিফট সকাল ৮টা থেকে সাড়ে ৯টা এবং দ্বিতীয় শিফট ৯টা ৪৫ থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে।

তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। পাশাপাশি প্রাক-প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধই থাকছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ