স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান সুপার লিগে টানা চতুর্থবার ফাইনালে উঠেছিল মুলতান সুলতানস। তবে এই সাফল্যের পেছনে ব্যর্থতার গল্পও আছে। ২০২১ সালে তারা চ্যাম্পিয়ন হয়। পরের দুই আসরে ফাইনালে স্বপ্নভঙ্গ।
এবার নিয়ে টানা তৃতীয়বার ফাইনালে স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হলো মুলতানকে। সোমবার রাতে করাচিতে রুদ্ধশ্বাস লড়াইয়ে মোহাম্মদ রিজওয়ানের দলকে ২ উইকেটে হারিয়ে পিএসএলের শিরোপা ঘরে তুললো শাদাব খানের ইসলামাবাদ ইউনাইটেড।
এর আগে ২০১৬ এবং ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। এবার নিয়ে তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো ইসলামাবাদ।
৩ সংখ্যাটা ইসলামাবাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে এবার। প্লে অফ বা নকআউটে তারা টানা তিন ম্যাচ জিতে হয়েছে চ্যাম্পিয়ন। প্রথম এলিমিনেটরে তারা হারায় কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে, দ্বিতীয় এলিমিনেটরে বিদায় করে পেশোয়ার জালমিকে।
ফাইনালে মুলতান সুলতানসও পেরে উঠেনি ইসলামাবাদের সঙ্গে। অন্যদিকে, মুলতানের আবার ৩ সংখ্যাটা যেন অপয়া। টানা তৃতীয়বারের মতো ফাইনালে এসে স্বপ্নভঙ্গ হলো দলটির। এর আগে ২০২২ এবং ২০২৩ সালের ফাইনালে তারা হেরেছিল লাহোর কালান্দার্সের কাছে।