রবিবার, ০৭ জুলাই ২০২৪, ০৭:২২ অপরাহ্ন

খুলনাকে বড় ব্যবধানে হারিয়ে প্লে-অফের পথে রংপুর

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩ বার

স্পোর্টস ডেস্কঃ চট্টগ্রামের রানবন্যার ম্যাচ হলো প্রথম দিনই। দুটি ম্যাচই হলো হাই স্কোরিং। রাতের ম্যাচে প্রথমে ব্যাট হাতে সাকিব-মেহেদী এবং পরে বল হাতে ঝড় তুলেছিলেন দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার ইমরান তাহির। তাদের পারফরম্যান্সের সামনে দাঁড়াতেই পারেনি খুলনা টাইগার্স।

রংপুর রাইডার্সের ছুঁড়ে দেওয়া ২২০ রান তাড়া করতে নেমে ১৮.২ ওভারে ১৪১ রানেই অলআউট হয়ে গেছে খুলনা টাইগার্স। ৭৮ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে প্লে-অফ নিশ্চিত করার পথে অনেকদূর এগিয়ে গেছে সাকিব-সোহানরা।

৯ ম্যাচ শেষে ৭ জয়ে রংপুরের পয়েন্ট ১৪। রান রেটও বেশ ভালো। ১.৮৭০। দ্বিতীয় স্থানে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পয়েন্ট ৮ ম্যাচে ১২। ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ফরচুন বরিশাল ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে এবং খুলনার পয়েন্ট ৮ পয়েন্ট। তারা রয়েছে পঞ্চম স্থানে। প্রতিটি দল গ্রুপ পর্বে খেলবে মোট ১২টি করে ম্যাচ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। জবাব দিতে নেমে ইংলিশ তারকা অ্যালেক্স হেলস ছাড়া আর কেউ তেমন দাঁড়াতেই পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। এভিন লুইস ১১ বলে করেন ১১ রান। এনামুল হক বিজয় ৮ বলে করেন ৫ রান। আফিফ হোসেন ধ্রুব ৮ বলে করেন ১১ রান।

 

হাবিবুর রহমান ১৩ বল খেলে ১৩ রান করে আউট হন। আকবর আলি ২ বল খেলে কোনো রান না করেই আউট হয়ে যান। নাহিদুল ইসলাম গোল্ডেন ডাক মারেন। লুক উড করেন ১৪ বলে ২০ রান। নাসুম আহমেদ ৯ বলে ১৭ রান করেন। অ্যালেক্স হেলস ৩৩ বল খেলে ৭ বাউন্ডারি আর ৩ ছক্কায় করেন ৬০ রান।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারালেও মিডল অর্ডারে ঝড় তোলেন সাবিক আল হাসান এবং শেখ মেহেদী হাসান। শেষে নুরুল হাসান সোহান এবং ডোয়াইন প্রিটোরিয়াসের ঝোড়ো ব্যাটে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেট হারিয়ে ২১৯ রান। ২০ বলে হাফ সেঞ্চুরি করার পর ৩১ বলে ৬৯ রান করেন সাকিব আল হাসান। ৬টি করে বাউন্ডারি এবং ছক্কার মার মারেন তিনি।

 

শেখ মেহেদী হাসান ৩৬ বলে করেন ৬০ রান। তিনিও ৬টি বাউন্ডারি এবং ৪টি ছক্কার মার মারেন। ১৩ বলে অপরাজিত ৩২ রান করেন সোহান। ৩টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার ছিল তার ব্যাটে। প্রিটোরিয়াস ১২ বলে করেন অপরাজিত ১৭ রান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ