বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ন

ইসরায়েলি হামলায় সাড়ে ১১ হাজার শিশু নিহত

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৭ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ গাজায় ইসরায়েলের হামলায় সাড়ে ১১ হাজারের বেশি শিশু নিহত হয়েছে। চার মাসেরও কম সময়ে এত সংখ্যক শিশুর প্রাণ গেলো অবরুদ্ধ উপত্যকাটিতে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় অন্তত ১১২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। আহত হয়েছে ১৪৮ জন।

ফলে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ১৩১ জনে। আহত হয়েছেন ৬৬ হাজার ২৮৭ জন।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী রাফা এলাকায় হামলার ঘোষণা দিয়েছেন। এতে চরম নিরাপত্তাহীনতা ভুগছেন ১০ লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি।

এর আগে অবরুদ্ধ গাজা উপত্যকায় গণকবরের সন্ধান পাওয়া যায়। এ ব্যাপারে একটি আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।

উত্তর গাজার হামাদ স্কুলের কাছে ‘কালো প্লাস্টিকের ব্যাগে’ অন্তত ৩০টি মরদেহ পাওয়া গেছে। তাদের হত্যার জন্য ইসরায়েলি বাহিনীকে দায়ী করেছেন ফিলিস্তিনি কর্মকর্তারা।

তাছাড়া গাজায় অব্যাহত হামলা পুরো অঞ্চলের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী। তিনি সতর্ক করে বলেছেন, শিগগির গাজায় যুদ্ধ বন্ধ না হলে আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বাড়বে।

সূত্র: আল-জাজিরা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ