ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিপিএলের নতুন আসরের শুরুটা ভালো হল না কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। বিপিএলের চারবারের চ্যাম্পিয়নদের ১০ম আসরের উদ্বোধনী ম্যাচে চমক দেখিয়ে জয় দিয়ে আসর শুরু করল দুর্দান্ত ঢাকা। নাইম শেখের হাফ সেঞ্চুরি ও ইরফান শুক্কুরের ক্যামিওতে ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা।
মূলত শরিফুল ইসলামের হ্যাটট্রিক আত্মবিশ্বাস বাড়িয়েছে ঢাকার। যার প্রমাণ ব্যাটিংয়ে নেমেই দিলেন দুই ওপেনার নাইম শেখ ও ধানুশকা গুনাথিলাকা। ১৪৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে আক্রমণাত্মক ব্যাটিংয়ে কুমিল্লাকে চাপে ফেলে দেন নাঈম। বিশেষ করে পাওয়ার প্লে কুমিল্লাকে কোন সুযোগই দেননি তিনি।
তার দ্রত রান তোলার সুবাদে ৬ ওভার শেষে ৫৬ রান স্কোরবোর্ডে পায় ঢাকা। ৩ ছক্কা ও ৩ চারের সুবাদে নাইমের রান সে সময় ৪০। পাওয়ার প্লে’র পর অপরপ্রান্তে থাকা গুনাথিলাকাও হাত খুলে খেলতে শুরু করেন। নাঈমকে দর্শক বানিয়ে এই ওপেনার নিজের নামের পাশে রান যোগ করতে থাকেন।
এই জুটিতে কোন উইকেট না হারিয়ে ঢাকা পৌঁছে যায় ১০০ রানে। নাইম তুলে নেন ৩৮ বলে হাফ সেঞ্চুরি। তবে মাইলফলকে পৌঁছে আক্রমণাত্মক হতে গিয়ে তানভির ইসলামের বলে লং অফ ম্যাথিউ ফোর্ডের হাতে ক্যাচ তুলে দেন এই ওপেনার। এর এক ওভার পর বোলিংয়ে এসে গুনাথিলাকাকেও তুলে নেন তানভির। এই স্পিনারকে স্লগ সুইপ করতে গিয়ে আউট হন তিনি, ৪১ রানে ফেরেন সাজঘরে।
লাসিথ ক্রুসপুল্লে মাত্র ৫ রান করে মুস্তাফিজুর রহমানের বলে টপ এজ হয়ে লিটন দাসের কাছে ক্যাচ দিয়েছেন। এরপর ব্যক্তিগত ১০ রানে খুশদিল শাহর বলে পুল করেছিলেন শুক্কুর। তবে ডিপ স্কয়ার লেগে থাকা মুশফিক হাসান সহজ ক্যাচ নিতে পারেননি। খুশদিল নিজের দ্বিতীয় ওভারে বোল্ড করেছেন ৭ রান করে সাইফ হাসানকে। ১৯তম ওভারে খুশদিলের বলে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে ঢাকার জয়ের পথ সহজ করে দিয়েছেন।
শেষ ওভারের দ্বিতীয় ওভারে ১৬ বলে ২৪ রান করা শুক্কুরকে পয়েন্টে দুর্দান্ত ক্যাচ ধরে ফিরিয়েছেন রস্টন চেজ। অবশ্য পরের চতুরঙ্গা ডি সিলভা কাভারের ওপর দিয়ে ছক্কা মেরে ঢাকাকে জিতিয়েছেন। এর আগে ইনিংসের শেষ তিন বলে খুশদিল শাহ, রস্টন চেজ ও মাহিদুল ইসলাম অঙ্কনকে ফিরিয়ে প্রথম হ্যাটট্রিকের স্বাদ পান শরিফুল ইসলাম। তাতেই কুমিল্লার ইনিংস থাকে ১৪৩ রানে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিপিএলের নতুন আসরের শুরুটা ভালো হল না কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। বিপিএলের চারবারের চ্যাম্পিয়নদের ১০ম আসরের উদ্বোধনী ম্যাচে চমক দেখিয়ে জয় দিয়ে আসর শুরু করল দুর্দান্ত ঢাকা। নাইম শেখের হাফ সেঞ্চুরি ও ইরফান শুক্কুরের ক্যামিওতে ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা।
মূলত শরিফুল ইসলামের হ্যাটট্রিক আত্মবিশ্বাস বাড়িয়েছে ঢাকার। যার প্রমাণ ব্যাটিংয়ে নেমেই দিলেন দুই ওপেনার নাইম শেখ ও ধানুশকা গুনাথিলাকা। ১৪৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে আক্রমণাত্মক ব্যাটিংয়ে কুমিল্লাকে চাপে ফেলে দেন নাঈম। বিশেষ করে পাওয়ার প্লে কুমিল্লাকে কোন সুযোগই দেননি তিনি।
তার দ্রত রান তোলার সুবাদে ৬ ওভার শেষে ৫৬ রান স্কোরবোর্ডে পায় ঢাকা। ৩ ছক্কা ও ৩ চারের সুবাদে নাইমের রান সে সময় ৪০। পাওয়ার প্লে’র পর অপরপ্রান্তে থাকা গুনাথিলাকাও হাত খুলে খেলতে শুরু করেন। নাঈমকে দর্শক বানিয়ে এই ওপেনার নিজের নামের পাশে রান যোগ করতে থাকেন।
এই জুটিতে কোন উইকেট না হারিয়ে ঢাকা পৌঁছে যায় ১০০ রানে। নাইম তুলে নেন ৩৮ বলে হাফ সেঞ্চুরি। তবে মাইলফলকে পৌঁছে আক্রমণাত্মক হতে গিয়ে তানভির ইসলামের বলে লং অফ ম্যাথিউ ফোর্ডের হাতে ক্যাচ তুলে দেন এই ওপেনার। এর এক ওভার পর বোলিংয়ে এসে গুনাথিলাকাকেও তুলে নেন তানভির। এই স্পিনারকে স্লগ সুইপ করতে গিয়ে আউট হন তিনি, ৪১ রানে ফেরেন সাজঘরে।
লাসিথ ক্রুসপুল্লে মাত্র ৫ রান করে মুস্তাফিজুর রহমানের বলে টপ এজ হয়ে লিটন দাসের কাছে ক্যাচ দিয়েছেন। এরপর ব্যক্তিগত ১০ রানে খুশদিল শাহর বলে পুল করেছিলেন শুক্কুর। তবে ডিপ স্কয়ার লেগে থাকা মুশফিক হাসান সহজ ক্যাচ নিতে পারেননি। খুশদিল নিজের দ্বিতীয় ওভারে বোল্ড করেছেন ৭ রান করে সাইফ হাসানকে। ১৯তম ওভারে খুশদিলের বলে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে ঢাকার জয়ের পথ সহজ করে দিয়েছেন।
শেষ ওভারের দ্বিতীয় ওভারে ১৬ বলে ২৪ রান করা শুক্কুরকে পয়েন্টে দুর্দান্ত ক্যাচ ধরে ফিরিয়েছেন রস্টন চেজ। অবশ্য পরের চতুরঙ্গা ডি সিলভা কাভারের ওপর দিয়ে ছক্কা মেরে ঢাকাকে জিতিয়েছেন। এর আগে ইনিংসের শেষ তিন বলে খুশদিল শাহ, রস্টন চেজ ও মাহিদুল ইসলাম অঙ্কনকে ফিরিয়ে প্রথম হ্যাটট্রিকের স্বাদ পান শরিফুল ইসলাম। তাতেই কুমিল্লার ইনিংস থাকে ১৪৩ রানে।
ইনিংসের শেষ ওভার করতে এসে খুশদিলের তোপে মুখে পড়েছিলেন শরিফুল। ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে ছক্কা হাঁকিয়েছিলেন খুশদিল। চতুর্থ বলে পুল করতে গিয়ে শর্ট হার্ড ম্যান অঞ্চলে ক্যাচ দেন তিনি। পরের বলে শর্ট অব লেংথ ডেলিভারিতে মিড উইকেটে ক্যাচ দেন নাঈম শেখের হাতে। আর শেষ বলে অঙ্কন অফ স্টাম্প লাইনের বল উড়িয়ে মারতে গিয়ে টপ এজ হয়ে ইরফান শুক্কুরকে ক্যাচ দেন।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৩ রান তুলেছে কুমিল্লা। এ দিন টসে বোলিং নিয়ে ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন শুরুর দুই ওভারে বল তুলে নেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে। দুই পেসার উইকেট থেকে বাউন্স কাজে লাগিয়ে শুরুর ২ ওভারে দেন ৬ রান। তৃতীয় ওভারে অবশ্য আরাফাত সানিকে বোলিংয়ে নিয়ে আসেন ঢাকা দলপতি।
সেই ওভারে ৩ রান দেন এই স্পিনার। পরের ওভার শ্রীলঙ্কান চতুরাঙ্গা ডি সিলভাকে বল তুলে দেন মোসাদ্দেক। ওভারের প্রথম বলেই লঙ্কান এই অলরাউন্ডারকে ছক্কা হাঁকান কুমিল্লার ওপেনার লিটন দাস। এর দুই বল পর বাউন্ডারি হাঁকিয়ে রান তুলে নিচ্ছিলেন তিনি।
যদিও ওভারের শেষ বলে এই লঙ্কানকে স্কয়ার কাট করতে গিয়ে নাঈম শেখের হাতে ক্যাচ তুলে দেন লিটন। ১৬ বলে ১৩ রান করে ফিরে যান তিনি। এরপর কুমিল্লার ইনিংস টেনেছেন ইমরুল ও হৃদয়। ৪২ বলে হাফ সেঞ্চুরি তুলে নেয়া ইমরুল আউট হয়েছেন ৬৬ রান করে।
ফুলার লেংথের ডেলিভারিতে ডিপ পয়েন্ট দিয়ে খেলতে গিয়ে সীমানার কাছে শরিফুলের হাতে ক্যাচ দিয়েছেন ইমরুল। এর আগেই অবশ্য তাসকিন আহমেদ ফিরিয়েছেন হৃদয়কে। তিনি কুমিল্লার এই ব্যাটারকে হাফ সেঞ্চুরি পেতে দেননি। ৪৭ রান করা হৃদয় আউট হয়েছেন লাসিথ ক্রুসপুল্লের হাতে ক্যাচ দিয়ে। শেষ ওভারে হ্যাটট্রিক করে কুমিল্লার সংগ্রহ ১৪৩ এর বেশি করতে দেননি শরিফুল।
সংক্ষিপ্ত স্কোর-
কুমিল্লা ভিক্টোরিয়ান্স- ১৪৩/৬ (২০ ওভার) (ইমরুল ৬৬, হৃদয় ৪৭) (তাসকিন ২/৩০, শরিফুল ৩/২৭)
দুর্দান্ত ঢাকা- ১৪৪/৪ (১৯.৩ ওভার) (নাইম ৫২, গুনাথিলাকা ৩৯, শুক্কুর ২৪) (তানভির ২/২৭, মুস্তাফিজ ২/৩১)