শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৩৪ পূর্বাহ্ন

নৌকা চার, স্বতন্ত্র এক

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৫২ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ সুনামগঞ্জের ৫টি আসনের মধ্যে ৪টিতেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়ী হয়েছেন। সুনামগঞ্জ—২ আসনে জয়ী হয়েছেন মনোনয়ন বঞ্চিত সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী ড. জয়া সেনগুপ্তা। টানা ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ—৩ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং সুনামগঞ্জ—৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। তিনি এই নিয়ে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

সুনামগঞ্জ—১ আসনে মোট ভোট কেন্দ্র ১৬৮টি। বেসরকারি ফলাফলে এগিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রনজিত সরকার। প্রাপ্ত ভোট ১ লক্ষ ৯ হাজার ৯৮। নিকটতম প্রতিদ্বন্দ্বি মনোনয়ন বঞ্চিত সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। প্রাপ্ত ভোট ৪৬ হাজার ৭৮০। এই আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য সেলিম আহমদ পেয়েছেন ৪৪ হাজার ৫৬২।

সুনামগঞ্জ—২ আসনে মোট ভোট কেন্দ্র ১১১টি। বেসরকারি ফলাফলে জয়ী স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন বঞ্চিত সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা। প্রাপ্ত ভোট ৬৭ হাজার ৭৭৫। নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী)। প্রাপ্ত ভোট ৫৮ হাজার ৬৭২। তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রয়েছে। কেন্দ্র গুলো হলো— দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের নোয়াগাঁও ও বাউসি এবং রফিনগর ইউনিয়নের মির্জাপুর।

সুনামগঞ্জ—৩ আসনে মোট ভোট কেন্দ্র ১৪৫টি। বেসরকারি ফলাফলে এগিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। প্রাপ্ত ভোট ১ লাখ ২৬ হাজার ৯৯৫। নিকটতম প্রতিদ্বন্দ্বি তৃণমূল বিএনপির মাওলানা শাহিনুর পাশা চৌধুরী। প্রাপ্ত ভোট ৪ হাজার।

সুনামগঞ্জ—৪ আসনে মোট ভোট কেন্দ্র ১১২টি। বেসরকারি ফলাফলে এগিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ সাদিক। প্রাপ্ত ভোট ৯০ হাজার ৫৯০। নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। প্রাপ্ত ভোট ৩১ হাজার ৭২১।

সুনামগঞ্জ—৫ আসনে মোট ভোট কেন্দ্র ১৬৪টি। বেসরকারি ফলাফলে এগিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহিবুর রহমান মানিক। প্রাপ্ত ভোট ১ লক্ষ ১৯ হাজার ৪০৩। নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামীম আহমদ চৌধুরী। প্রাপ্ত ভোট ৯১ হাজার ৫৮৮।

প্রসঙ্গত, সপ্তমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন সুনামগঞ্জ—৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি। আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন টানা ষষ্ঠবারের মতো। ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হলেও ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ—৫ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। এর আগে সর্বপ্রথম ১৯৯১ সালে গণতন্ত্রী পার্টির প্রার্থী হিসেবে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে লড়ে পরাজিত হয়েছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ