বৃহস্পতিবার বিকালে দিরাইয়ে শেষ নির্বাচনী সভায় এসব কথা বলেন সুনামগঞ্জ—২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী)। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আল আমিন চৌধুরী বলেন, আমাদের এলাকায় গরিব মানুষের বাস, অনেক বেকার ছেলে আছে। বেকার ছেলেদের কর্মসংস্থানের ব্যবস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে দেবেন।
জয়া সেনকে উদ্দেশ্যে করে তিনি বলেন, আওয়ামী লীগের সাথে বিশ্বাস ঘাতকতা করে উনি কাঁচি মার্কায় প্রার্থী হয়েছেন। দিরাই—শাল্লার মানুষ আগামী ৭ তারিখ এর জবাব দেবে। তারা নাশকতা করতে পারে, সেজন্য ভোট গণনা পর্যন্ত আমাদের ভোটকেন্দ্রে থাকতে হবে।