বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১১:৫৫ অপরাহ্ন

ভারতের লোকসভা থেকে ১৫ বিরোধী এমপি বহিষ্কার

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৬৩ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ ভারতের পার্লামেন্টের নিম্মকক্ষ লোকসভার বিরোধী দলীয় ১৫ এমপিকে বহিষ্কার করা হয়েছে। লোকসভার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার অভিযোগে বৃহস্পতিবার তাদের বহিষ্কার করা হয়। চলমান অধিবেশনের বাকি সময়ের জন্য তাদের বহিষ্কার করেছেন স্পিকার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

বরখাস্ত ওই ১৫ এমপির মধ্যে অন্তত ৯ জন কংগ্রেসের। দুজন সিপিএম, দুজন ডিএমকে ও একজন সিপিআই দলের। তাদের মধ্যে কংগ্রেসের মানিকম ঠাকুর এবং ডিএমকে কানিমোঝিও রয়েছেন।

বুধবার টিএন প্রথাপন, হিবি ইডেন, যোথিমনি, রাম্য হরিদাস এবং ডিন কুরিয়াকোস কুরিয়াকুস— এই পাঁচ কংগ্রেস এমপিকে বরখাস্ত করার জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন পার্লামেন্ট-বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি।

লোকসভার নিরাপত্তা লঙ্ঘন করে দুই বিক্ষোভকারী আইনপ্রণেতাদের টেবিলের ওপর উঠে ছোট ক্যানিস্টার স্প্রে করে। এতে সেখানে হলুদ ধোঁয়া ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা লঙ্ঘনের ইস্যুতে লোকসভা ও রাজ্যসভায় সরকারের বিবৃতি দাবি করে স্লোগান দেয় বিরোধীরা।

প্রসঙ্গত, চলমান শীতকালীন অধিবেশন ৪ ডিসেম্বর শুরু হয়েছিল। আগামী ২২ ডিসেম্বর এটি শেষ হবে।

কংগ্রেসের রাজ্যসভার সদস্য কেসি ভেনুগোপাল স্থগিতাদেশকে ভয়াবহ ও অগণতান্ত্রিক পদক্ষেপ বলে অভিহিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ