দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ পুলিশ—জনতা ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ শ্লোগানে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে শনিবার বিকেলে সুনামগঞ্জ সদর থানা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাজন দাশ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শুভাশীষ ধর, সদর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া প্রমুখ।