স্পোর্টস ডেস্কঃ চোটের কারণে আসন্ন এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন পেসার এবাদত হোসেন। জানা গেছে, তার বদলে দলে ঢুকতে পারেন খালেদ আহমেদ অথবা তানজিম হাসান সাকিব।
আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বোলিংয়ের সময় বাঁ পায়ে চোট পান এবাদত। যে কারণে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন না।
এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দলে এবাদতকে রাখা হলেও এই পেসার এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। যেহেতু সামনে ওয়ানডে বিশ্বকাপ, তাই তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না বিসিবি।
সোমবার পড়ন্ত বিকেলে এবাদতের ব্যাপারে জানতে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীকে ফোন করা হলে তিনি জাগো নিউজকে জানান, ‘এবাদতের হাঁটুতে ব্যথা। তার এমআরআই করানো হয়েছে। এমআরআই রিপোর্ট এখনো হাতে পাইনি। রিপোর্ট পেলে বলা যাবে।’
এটুকু বলার পাশাপাশি দেবাশীষ চৌধুরী আরও জানান, ‘এবাদত এশিয়া কাপ খেলতে পারবেন না, এমন খবর জানা নেই আমার। তবে এমআরআই রিপোর্ট পেলে বলতে পারবো।’
এদিকে বিসিবির প্রধান চিকিৎসক এবাদতের বিষয়ে শেষ কথা না বললেও জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু প্রচারমাধ্যমে জানিয়েছেন, ‘এবাদতের পক্ষে এশিয়া কাপ খেলা সম্ভব না। আমরা বিকল্প নেব।’