স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে সিরিজ শেষ হতেই বাংলাদেশের সামনে এবার টি-টুয়েন্টির চ্যালেঞ্জ। আফগানিস্তানের বিপক্ষে ২০ ওভারের লড়াইয়ে নামতে সিলেটে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। একইদিনে সফরকারী আফগানিস্থান দলও এসেছে সিলেটে।
আগামী ১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে টি-টুয়েন্টি সিরিজের ম্যাচ দুটি। খেলা শুরু সন্ধ্যা ৬টায়।
এই সিরিজ দিয়ে আবারও নেতৃত্বে ফিরছেন সাকিব আল হাসান। বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজ জিতেছে আফগান দলটি। টানা দুই হারের পর শেষ ম্যাচ জিতে কিছুটা স্বস্তি নিয়ে সিলেট পৌঁছেছে টিম বাংলাদেশ।
বিসিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ জুলাই) টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে অনুশীলনে নামবে বাংলাদেশ। সকাল ১০টায় শুরু হবে প্রথম দিনের অনুশীলন। চলবে বেলা ১টা পর্যন্ত। একই দিন বেলা দুইটাই অনুশীলনে নামবে আফগানিস্তান। বিকেল ৫টা পর্যন্ত চলবে তাদের অনুশীলন।
এরপর শুক্রবার (১৪ জুলাই) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল। ১৬ জুলাই সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। দুটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।
চলতি বছর টি-টুয়েন্টি সংস্করণে বাংলাদেশ চমৎকার খেলছে। তারুণ্যনির্ভর এক দল নিয়ে ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে সাকিবের দল। ইংলিশ-বধের পর আয়ারল্যান্ডকেও বাংলাদেশ হারায় ২-১ ব্যবধানে।