বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৬:৫৮ পূর্বাহ্ন

আবারও হার ব্রাজিলের, ৮ বছর পর জুটলো যে লজ্জা

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১৩৩ বার

স্পোর্টস ডেস্কঃ ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে ব্রাজিল। আগের ম্যাচে দুর্বল গিনির বিপক্ষে জিতলেও, গতকাল রাতে আফ্রিকার আরেক দেশ সেনেগালের কাছে ৪-২ গোলে হেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সবশেষ চার ম্যাচে এটি তাদের তৃতীয় হার।

ফিফা প্রীতি ম্যাচে সেনেগালের বিপক্ষে এই হারে অন্য এক লজ্জা নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল।

২০১৫ সালের পর এই প্রথম দুই বা ততোধিক গোলের ব্যবধানে হারলো সেলেসাওরা। সেবার চিলির কাছে ০-২ গোলে হেরেছিল দলটি। এদিকে, ২০১৪ বিশ্বকাপে ঘরের মাঠে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর আর কখনো চার গোল হজম করেনি ব্রাজিল। তবে গতকাল সেই অভিজ্ঞতাও হয়ে গেল তাদের।

লিসবনের এস্তাদিও জোসে আলবালাদেতে ১১ মিনিটে এগিয়ে গিয়েছিল ব্রাজিলই। লুকাস পাকেতার গোলে লিড নেয় তারা। এরপর দলকে পেনাল্টি এনে দেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে ভিএআরে দেখা যায় ভিনি বক্সে ফাউল হওয়ার আগে বিল্ডআপে অফসাইড হয়। ফলে পেনাল্টি বাতিল হয়ে যায়। এরপরেই জাদু শুরু সেনেগালের।

আফ্রিকার চ্যাম্পিয়নরা ম্যাচে ফেরে ২২ মিনিটে। বক্সে আসা ক্রস ব্রাজিল ডিফেন্ডাররা ক্লিয়ার করতে ব্যর্থ হলে জোরালো ভলিতে ব্যবধান ১-১ করেন হাবিব দিয়ালো। বিরতির পর ব্রাজিলকে রীতিমতো চমকে দেয় আলিউ সিসের শিষ্যরা। তিন মিনিটের ব্যবধানে দুই গোল পেয়ে যায় সেনেগাল। ৫২ মিনিটে মার্কুইনোসের আত্মঘাতী গোলের পর সাদিও মানে বক্সের ভেতর থেকে বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান।

নিজেদের জালে বল পাঠানো মার্কুইনোস শাপমোচন করেন ৫৮ মিনিটে। এবার তিনি দলের পক্ষে গোল করলে ম্যাচে ফেরার আশা জাগায় ব্রাজিল। কিন্তু সেই আশায় জল ঢেলে দেন ব্রাজিল গোলরক্ষক এডারসন। তিনি বক্সের মধ্যে নিকোলাস জ্যাকসনকে ফেলে দিলে পেনাল্টি পায় সেনেগাল। স্পটকিক থেকে নিজের দ্বিতীয় গোল করে মানে সেলেগালের বড় জয় নিশ্চিত করেন।

এ জয়ে ব্রাজিলের বিপক্ষে অপরাজেয়ই থাকলো আফ্রিকার অদম্য সিংহরা। এর আগে, ২০১৯ সালে প্রথম দেখায় সেলেসাওদের ১-১ গোলে রুখে দিয়েছিল সানে-কুলিবালিরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ