বিনোদন ডেস্কঃ খ্যাতিমান রবীন্দ্রসংগীত শিল্পী বনানী ঘোষ আর নেই। বুধবার (৭ জুন) কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ শিল্পী। বনানী ঘোষের মৃত্যুতে শোকাহত তার ভক্ত-অনুরাগীরা।
বাংলাদেশের ময়মনসিংহে জন্ম বনানী ঘোষের। বাবা প্রফুল্ল কৃষ্ণ ঘোষও সংগীতজ্ঞ ছিলেন। মাত্র ৪ বছর বয়স থেকে সংগীতের তালিম শুরু হয়। তাকে রুবি নামেই ডাকতেন পরিচিতরা। শান্তিনিকেতনে কণিকা বন্দ্যোপাধ্যায়ের কাছেই রবীন্দ্রসংগীত শেখেন তিনি। কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠের সঙ্গে অদ্ভুত মিল ছিল তার।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন এ স্বনামধন্যা শিল্পী। পরে কণিকা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই আকাশবাণীতে অডিশন দিতে যান। শুধু রবীন্দ্রসংগীতই নয় তার গাওয়া অতুলপ্রসাদের গান, রজনীকান্তের গানসহ অন্যান্য গানেও শ্রোতাদের মন জয় করেছেন এই শিল্পী।
পরে যুক্তরাষ্ট্রে পারি জমান তিনি। ফ্লোরিডায় বসবাস করেন দীর্ঘদিন। বিদেশের মাটিতেও রবীন্দ্রসংগীতকে জনপ্রিয় করতে কাজ করেছেন তিনি।