স্পোর্টস ডেস্কঃ আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির চেয়ে ২০২২ সালে আয়ের দিক থেকে এগিয়ে রয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এমনটি জানিয়েছে ফোর্বস ম্যাগাজিন।
ক্রিশ্চিয়ানো রোনালদো
তালিকায় সবার ওপরে ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসেরের পর্তুগিজ মহাতারকার গতবছরের উপার্জন ১০৯ মিলিয়ন পাউন্ড।
লিওনেল মেসি
দুয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি। পিএসজি-র সুপারস্টারের গতবছরের উপার্জন ১০৪ মিলিয়ন পাউন্ড।
কিলিয়ান এমবাপে
তিনে মেসির ক্লাব সতীর্থ ও ফ্রান্সের ক্যাপ্টেন কিলিয়ান এমবাপে। ‘নিনজা টার্টল’ ২০২২ সালে উপার্জন করেছেন ৯৬ মিলিয়ন পাউন্ড।
লেব্রোন জেমস
চারে বাস্কেটবলের মহানক্ষত্র লেব্রোন জেমস। গতবছর তিনি উপার্জন করেছেন ৯৫ মিলিয়ন পাউন্ড।
ক্যানসেলো আলভারেজ
পাঁচে মেক্সিকান বক্সার ক্যানসেলো আলভারেজ। গতবছর তিনি উপার্জন করেছেন ৮৮ মিলিয়ন পাউন্ড।
ডাস্টিন জনসন
ছয়ে গলফ স্টার ডাস্টিন জনসন। গতবছর ডাস্টিনের পকেটে এসেছে ৮৬ মিলিয়ন পাউন্ড।
ফিল মিকেলসন
সাতে আরেক গল্ফার। ফিল মিকেনসন গতবছর উপার্জন করেছেন ৮৫ মিলিয়ন পাউন্ড।
স্টিফেন কারি
আটে রয়েছেন আরেক বাস্কেটবল স্টার। স্টিফেন গতবছর উপার্জন করেছেন ৮১ মিলিয়ন পাউন্ড।
রজার ফেদেরার
নয়ে রাজা রজার। টেনিসের সর্বকালের অন্যতম সেরা গতবছর উপার্জন করেছেন ৭৬ মিলিয়ন পাউন্ড।
কেভিন ডুরান্ট
তালিকায় সবার শেষে কেভিন ডুরান্ট। শেষও এক বাস্কেটবল খেলোয়াড়। ডুরান্ডের ২০২২ সালে উপার্জন ছিল ৭২ মিলিয়ন পাউন্ড।