দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ গত রোববার দিবাগত রাতে প্রথম বহরে ইংল্যান্ড গিয়েছিলেন বাংলাদেশ দলের পাঁচ ক্রিকেটারসহ কোচিং স্টাফদের সদস্যরা। এরপর সোমবার বাংলাদেশ সময় রাত ৮টায় প্রথম বহর লন্ডনে পৌঁছায়। এবার দ্বিতীয় বহরের রওনা দেওয়া বাংলাদেশ দলের ক্রিকেটাররাও ইংল্যান্ডে পৌঁছেছে।
আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১২.৩০ মিনিটে লন্ডনে পা রেখেছে দ্বিতীয় বহরের ক্রিকেটাররা। দলের বিশ্বস্ত একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
দ্বিতীয় বহরের দলে লিটন দাস, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও প্রথম বহরে যাওয়া ক্রিকেটারদের বাদে ছিলেন সকল ক্রিকেটারই। জানা গেছে আজ রাতে লন্ডনের বিমান ধরবেন লিটন। এদিকে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান যোগ দেবেন সরাসরি ইংল্যান্ডে। এর আগে প্রথম বহরে ছিলেন ইয়াসির রাব্বি, তাওহীদ হৃদয়, এবাদত হোসেন, নাজমুল হোসেন শান্তরা।
মূল সিরিজে মাঠে নামার আগে চেমসফোর্ডে আগামী ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর ৯, ১২ ও ১৪ মে আয়ারল্যান্ডের সাথে তিন ম্যাচের সিরিজ খেলবে তামিম ইকবালের দল।
বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।