স্পোর্টস ডেস্কঃ বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্সের প্রধান জালাল ইউনুস আগেই জানিয়েছেন, টিম ম্যানেজমেন্ট বিশেষ করে হেড কোচ চেয়েছেন সিলেটে অন্তরালে নীরবে-নিভৃতে কোলাহলমুক্ত পরিবেশে জাতীয় ক্রিকেট দলের অনুশীলন করতে।
আজ নির্বাচক হাবিবুল বাশার সুমন জানালেন, ইংল্যান্ডের উইকেটের কথা মাথায় রেখেই আসলে সিলেটে অনুশীলনের ব্যবস্থা করা হয়েছে।
সুমনের ব্যাখ্যা, ‘ইংল্যান্ডে এখন শীতের শেষের দিকে; কিন্তু এখনো মনে হয় একটু ঠান্ডা আবহাওয়া পাবো। এ সময় কিন্তু ইংল্যান্ডের উইকেটে আদ্রতা অনেক বেশি থাকে, বল অনেক সুইং করে।’
‘এমন কন্ডিশন তো বাংলাদেশে তৈরি করা সম্ভব না; কিন্তু বাংলাদেশে যতগুলো উইকেট আছে তার মধ্যে সিলেটের উইকেটটা পেসার ফ্রেন্ডলি, একটু ঘাস থাকে। সিম, ম্যুভমেন্ট থাকে। যেটা মিরপুরে কিংবা ঢাকার উইকেটে পাওয়া যায় না। এ কারণেই সিলেটকে বেছে নেওয়া হয়েছে কন্ডিশন বিবেচনা করে। সিলেটের উইকেট তো সেম না; কিন্তু কিছুটা পেস ফ্রেন্ডলি। এ কারণে সিলেটকে প্র্যাকটিস ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে।’