দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ এবারের ঈদে মহাসড়কে মোটরসাইকেল চলাচলের ওপর বিধিনিষেধ থাকছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে পদ্মা সেতুতে আগের মতোই মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।
পবিত্র ঈদুল ফিতর-২০২৩ উদযাপন উপলক্ষে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে আজ (রোববার) সড়কপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ করতে মতবিনিময় সভায় ওবায়দুল কা
এবারের ঈদযাত্রায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকছে কি না, জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, মহাসড়কে মোটরসাইকেল চলবে না, এটি কি আমরা বলেছি? শুধু পদ্মা সেতু বাদে সব মহাসড়কেই মোটরসাইকেল চলবে।
ঈদের ৭ দিন মহাসড়কে মোটরসাইকেল চালানো যাবে না বলে গত বছর নির্দেশনা দিয়েছিল সড়ক বিভাগ। নির্দেশনায় বলা হয়েছিল, পবিত্র ঈদুল আজহার আগের তিনদিন, ঈদের দিন ও ঈদের পরের তিনদিন এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল চলাচল করা যাবে না।
এছাড়া ভাড়ায়চালিত মোটরসাইকেল শুধু রাজধানী ঢাকাসহ অনুমোদিত এলাকায় চলাচল করতে পারবে বলে জানিয়েছিল সড়ক বিভাগ। এছাড়া এক জেলায় রেজিস্ট্রেশন করা মোটরসাইকেল অন্য জেলায় চালানোর অনুমতিও ছিল না।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়কে দায়িত্ব পালনকারী সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে দায়িত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। এছাড়া ঈদের আগে ৫ দিন এবং পরের ৭ দিনসহ মোট ১২ দিন সারাদেশের ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানান তিনি।