সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪১ অপরাহ্ন

জিয়ার নৈপুণ্যে চট্টগ্রামের নাটকীয় জয়

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০১ বার

স্পোর্টস ডেস্কঃ নিয়মরক্ষার ম্যাচে জিয়াউর রহমানের অলরাউন্ড নৈপুণ্যে নাটকীয় জয় পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নিজেদের শেষ ম্যাচেও জয় ছিনিয়ে নিতে পারেনি নাসির হোসেনের নেতৃত্বাধীন ঢাকা ডমিনেটর্স।

আগেই বিদায় নিশ্চিত হয়ে যায় ঢাকা ডমিনেটর্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। প্লে-অফের রেস থেকে বাদ পড়ে নিয়মরক্ষার ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হয় দুই দল।

এই ম্যাচে জিয়াউর রহমানের অলরাউন্ড নৈপুণ্যে নাটকীয় জয় পেয়েছে চট্টগ্রাম। নিজেদের শেষ ম্যাচেও জয় ছিনিয়ে নিতে পারেনি নাসির হোসেনের নেতৃত্বাধীন ঢাকা।

১১৯ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে তীরে গিয়ে তরী ডুবায় তারা। অধিনায়ক নাসির হোসেনের উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় ঢাকা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান নবম আসরের শুরুতে খুলনা টাইগার্সকে হারিয়ে আসর শুরু করা ঢাকা শেষ করে পরাজয়ের মধ্য দিয়ে।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে আরাফাত সানির স্পিনে বিভ্রান্ত হয়ে ৮ উইকেট হারিয়ে ১১৮ রানে ইনিংস গুটায় চট্টগ্রাম।

শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ২০ বলে তিন চার আর ২ ছক্কায় ৩৪ রানের অনবদ্য ইনিংস খেলেন জিয়া। এছাড়া ২৯ বলে ৩০ রান করেন পাকিস্তানি ব্যাটসম্যান উসমান খান। ঢাকার হয়ে আরাফাত সানি ৪ ওভারে ২২ রানে ৪ উইকেট শিকার করেন।

টার্গেট তাড়া করতে নেমে কার্টিস ক্যাম্ফার আর জিয়াউর রহমানের গতির মুখে পড়ে ৯ উইকেট হারিয়ে ১০৩ রান করার সুযোগ পায় ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন অধিনায়ক নাসির হোসেন। ৩ আর ২টি করে উইকেট নেন ক্যাম্ফার ও জিয়া।

১৫ রানের জয়ে ব্যাটে বলে অলরাউন্ড নৈপুন্যে ম্যাচ সেরা হন চট্টগ্রামের জিয়াউর রহমান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ