সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩২ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে প্রতাপ রঞ্জন স্মৃতি পরিষদের উদ্যােগে ধামাইল উৎসব অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১০৯ বার

স্টাফ রিপোর্টারঃ ধামাইল রচয়িতা লোককবি প্রতাপ রঞ্জন দাশ স্মরণে  দিনব্যাপী ধামাইল উৎসব-২০২৩ অনুষ্ঠিত হয়।

শনিবার (২১ জানুয়ারী)  সকাল ১১ ঘটিকায় শান্তিগঞ্জে  প্রতাপ রঞ্জন স্মৃতি পরিষদের উদ্যােগে পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রামে লোককবি প্রতাপ রঞ্জন দাশ এর বাড়ীতে এ উৎসবের আয়োজন করা হয়।

ধামাইল পূর্ববর্তী আলোচনা সভায় উৎসব পরিচালনা কমিটির সভাপতি ইউপি সদস্য মছরু মিয়া এর সভাপতিত্বে ও প্রতাপ রঞ্জন স্মৃতি পরিষদ শান্তিগঞ্জ উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কেবি প্রদীপ দাশ এর সঞ্চালনায় প্রধান অতিথী হিসেবে উপস্হিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিযদের সাবেক চেয়ারম্যান হাজী আবুল কালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার,পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান খোকন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি হাজী তহুর আলী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক মিয়া, নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশেন্দু কুমার দে, মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর তালুকদার।
এসময় আরো উপস্হিত ছিলেন জেলা উদীচীর সভাপতি জাহাঙ্গীর আলম, প্রতাপ রঞ্জন স্মৃতি পরিষদ শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি জয়ন্ত তালুকদার পুলটন,সাধারণ সম্পাদক শ্যামল দেব,হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, শান্তিগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃআবু সঈদ,শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবীর,উৎসব পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাসেল আহমদ, সংগীত শিল্পী চিনু চক্রবর্তী, ইউপি সদস্যা রুজিনা আক্তার সহ পরিবারের সদস্যবৃন্দ প্রমুখ।

আলোচনা শেষে প্রধান অতিথির উদ্ভোধনীর মাধ্যমে ধামাইল উৎসবের সূচনা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, ইহা প্রাচীন ঐতিহ্যবাহী একটি সংস্কৃতি। আমাদের প্রাচীন ঐতিহ্যবাহী এই সংস্কৃতিকে ধরে রাখতে আয়োজককারীদের পাশাপাশি সরকার ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসা প্রয়োজন। উৎসবে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় থেকে ১৪ টি ধামাইল দল অংশগ্রহণ করেন৷ উৎসব শেষে অংশগ্রহণকারীদের আয়োজককারীদের পক্ষ হইতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ