রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৪৬ পূর্বাহ্ন

সুইজারল্যান্ডকে জিতিয়ে জন্মভূমির লাখো মানুষের হৃদয় ভাঙলেন এমবোলো

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ১১৬ বার

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে শুভ সূচনা করেছে সুইজারল্যান্ড। ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে তাক লাগিয়ে দিয়েছে সুইজারল্যান্ড।

তবে সুইজারল্যান্ড–ক্যামেরুন ম্যাচটি ব্রিল এমবোলোর জন্য একটু অন্যরকমই ছিল। সুইজারল্যান্ডের অন্যতম সেরা এই ফরোয়ার্ডকে যে খেলতে হয়েছে তার জন্মভূমির বিপক্ষে।

শুধু যে খেলতেই হয়েছে, তা নয়। আজ ক্যামেরুনের বিপক্ষে সুইজারল্যান্ডের জয়ের নায়কও এমবোলোই। নিজ দেশের খেলোয়াড়ের একমাত্র গোলেই ক্যামেরুন ১–০ গোলে হেরে গেল।

১৯৯৭ সালে ক্যামেরুনের রাজধানী ইওয়ান্দেতে জন্ম এমবোলোর। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর সেখান থেকে ৫ বছর বয়সি ছেলে এমবোলোকে নিয়ে ফ্রান্সে পাড়ি জমায় তার মা। পৃথিবীর অন্যতম জাঁকজমকপূর্ণ দেশটিতেও থিতু হতে পারেননি এমবোলোর মা। পরের বছরই এমবোলোদের ঠাঁই হয় সুইজারল্যান্ড। বাসেলে বসতি গাড়েন এমবোলোর মা। সেখানেই ফুটবলে হাতে খড়ি এমবোলোর।

২০১৪ সালে সুইজারল্যান্ডের নাগরিকত্ব পান এমবোলো। এবার তাকে এবং তার মাকে ঠাঁই দেওয়া সেই দলকে ফুটবল মহাযজ্ঞে জয় এনে দিতে এমবোলো হৃদয় ভাঙলেন নিজের জন্মভূমির লাখ লাখ মানুষের!

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ