রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০২:২৩ অপরাহ্ন

দিরাইয়ে আ.লীগের সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১১২ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ সুনামগঞ্জের দিরাইয়ের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত আজমল হোসেন চৌধুরী কুলঞ্জ গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

গতকাল দুপুরে উপজেলা সদরের বিএডিসি মাঠে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত ও উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

আজমল হোসেন চৌধুরীর ভাগ্নে রহমত আলী বলেন, আমি ও মামা একসঙ্গে সম্মেলনে ছিলাম। আমার ও মামার ওপর দুটি ইটের ঢিল এসে পড়লে মামা পিঠে আঘাত পান। তাত্ক্ষণিক তার আঘাতস্থলে বরফ লাগিয়ে হাসপাতালে নিয়ে যাই। সেখানে গেলে তার অবস্থার অবনতি হয়। একপর্যায়ে মারা যান মামা।

দলীয় সূত্র জানায়, গতকাল দুপুরে দিরাই উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে মঞ্চে ওঠা নিয়ে সাবেক পৌর মেয়র মোশারফ মিয়া ও প্রদীপ রায়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষ একে অন্যকে লক্ষ্য করে ইটপাটকেল ও চেয়ার ছুড়ে মারে। মোশাররফ মিয়ার সমর্থকদের মঞ্চে উঠতে না দেয়ায় সভা শুরুর পর পরই সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সহসভাপতি নোমন বখত পলিনসহ কেন্দ্রীয় ও জেলার নেতারা মঞ্চে উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ