দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ দেড়শ কোটি টাকা ব্যয়ে রানীগঞ্জের কুশিয়ারা নদীর ওপর সিলেটের সর্ববৃহৎ রানীগঞ্জ সেতু নির্মিত হয়েছে। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে সেতুটির উদ্বোধন করেন।
এ উপলক্ষে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে গণসমাবেশের আয়োজন করা হয়। সভায় প্রধানমন্ত্রী ভার্চুয়ালী সরাসরি যুক্ত হন। অনুষ্ঠানটি বড় পর্দায় দেখানো হয়েছে স্থানীয়দের।
সমাবেশে যোগ দিতে সকাল থেকে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে দলেদলে লোকজন সভাস্থলে আসতে থাকেন। এসময় উৎসব মুখব হয়ে উঠে রানীগঞ্জের কুশিয়ার পাড়।
এদিকে সকাল থেকে বর্ণিল সাজে সজ্জিত রানীগঞ্জ সেতু দেখতে ঢল নামে মানুষের।
সরেজমিন ঘুরে দেখা যায়, বর্নিল সাজে সাজানো হয়েছে রানীগঞ্জ সেতু এলাকা।
সেতুর আড়াই কিলোমিটার এলাকা জুড়ে মানুষজন হেঁটে হেঁটে দেখছে। তরুণ-তরুণী-শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের ঢল নামে। পুরো সেতু এলাকা ঘুরে ঘুরে দেখছেন লোকজন। মুঠোফোনে ধারণ করা হচ্ছে ভিডিও, ছবি। অনেকে সেলফি তুলছে। কেউ বা লাইভ করছে। দিনভর ছিল মানুষের ঢল।