সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৫০ অপরাহ্ন

সিলেটে তিনদিন ধরে নিখোঁজ সায়েম আহমদ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ১১৬ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ সিলেটে সায়েম আহমদ (১৬) নামের এক কিশোর তিনদিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ শিশু সায়েম আহমদ সিলেট নগরের লোহারপাড়ার কাজিটুলার বাসিন্দা সোহেল আহমদের বড় ছেলে।

জিডি সূত্রে জানা যায়, রোববার (৯ অক্টোবর) রাত ১০টায় নগরের হযরত শাহজালাল (রহ.) এর মাজার ঘুরতে বের হয়ে আর ফেরেনি সায়েম আহমেদ। এক পর্যায়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ০১৭৭০ ৯৯০৭৬০ ও ০১৮৩৮ ৩৮২৭৩৯ নম্বর থেকে ফোন করে জানান, সায়েম তাদের সঙ্গে রয়েছে। তাদের কাছে ঠিকানা জানতে চাইলে তারা কোনো ঠিকানা না দিয়ে তারা নম্বর দুটি বন্ধ করে দেন।

পরে আশপাশের লোকজন ও আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজখবর নিলে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার (১১ অক্টোবর) শিশুটির বাবা সোহেল আহমদ সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি জিডি করেন। নম্বর ১০৩৩।

নিখোঁজ হওয়ার সময় শিশু সায়েমের পরনে ছিল কালো গেঞ্জি ও জিনস প্যান্ট। তার গায়ের রং শ্যামলা। মুখমণ্ডল লম্বাটে, শারীরিক গড়ন মোটামুটি। উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। সে সুনামগঞ্জ জেলার আঞ্চলিক ভাষায় কথা বলে।

কেউ যদি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে ০১৭৯৯৬৯৮১৯৯ নম্বরে অথবা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ মিঞা বলেন, নিখোঁজ কিশোরকে উদ্ধারে পুলিশ কাজ করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ