রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৩৮ অপরাহ্ন

দক্ষিণ আফ্রিকাকে ৯৯ রানে অলআউট করে বড় জয় ভারতের

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১২৪ বার

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টিতে রীতিমত রানের বন্যা বইয়ে দিয়েছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকা। কিন্তু ওয়ানডে ক্রিকেটে এসে তেমনটা দেখা যায়নি দু’দলের খেলায়। উল্টো সিরিজের একেবারে শেষে এসে লো স্কোরিং ম্যাচ উপহার দিয়েছে দক্ষিণ আফ্রিকা এবং স্বাগতিক ভারত।

দিল্লির ফিরোজ শাহ কোটলায় (বর্তমানে অরুন জেটলি স্টেডিয়াম) দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৯৯ রানে অলআউট করে দেয় ভারত। জবাব দিতে নেমে রীতিমত টি-টোয়েন্টি স্টাইলে খেলে জয় তুলে নিয়েছে শিখর ধাওয়ানরা। মাত্র ৩ উইকেট হারিয়ে, ১৯.১ ওভারে ৭ উইকেটের ব্যবধানে জয় তুলে নেন তারা।

এ নিয়ে টানা ৫ম ওয়ানডে সিরিজ জয় করলো ভারত। ভারতের বিপক্ষে এটাই দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন স্কোরের রেকর্ড। আর নিজেদের ইতিহাসে এটা তাদের চতুর্থ সর্বনিম্ন স্কোর। চলতি বছরই দ্বিতীয়বার ১০০’র নিচে অলআউট হলো তারা। এর আগে ইংল্যান্ডের কাছে ৮৩ রানে অলআউট হয়েছিল তারা।

এই পরাজয়ের মধ্য দিয়ে আইসিসি সুপার লিগ টেবিলে দক্ষিণ আফ্রিকার অবস্থান এখন ১১তম স্থানে। ২০২৩ বিশ্বকাপে খেলতে হলে প্রোটিয়াদের অবশ্যই সেরা ৮টি দলের একটি হতে হবে। কিন্তু এরই মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ বাতিল করে দিয়েছে তারা।

শেষ ম্যাচে নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা, ভারপ্রাপ্ত অধিনায়ক কেশভ মাহারাজ এবং রিস্ট স্পিনার তাবরিজ শামসি খেলতে পারেননি অসুস্থ থাকার কারণে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রোটিয়াদের জন্য এটা বড় দুঃশ্চিন্তার বিষয়। যে কারণে, এই ম্যাচে অধিনায়কত্ব করেন ডেভিড মিলার।

টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতের অধিনায়ক শিখর ধাওয়ান। ব্যাট করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। মিডল অর্ডার হেনরিক ক্লাসেন সর্বোচ্চ ৩৪ রান করেন। ওপেনার জানেমান মালান করেন ১৫ রান এবং মার্কো জানসেন করেন ১৪ রান।

এছাড়া আর কোনো ব্যাটারই দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি। কুইন্টন ডি কক ৬, রিজা হেন্ডরিক্স ৩, এইডেন মার্করাম ৯, অধিনায়ক ডেভিড মিলার ৭, আন্দিল পেহলুকাইয়ো ৫, বিজর্ন ফরচুইন ১, অ্যানরিখ নরকিয়া ০ রানে আউট হন। মাত্র ২৭.১ ওভারেই ৯৯ রানে অলআউট হয়ে যায় প্রোটিয়ারা।

ভারতের হয়ে কুলদিপ যাদব নেন ৪ উইকেট। ২টি করে উইকেট নেন ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ এবং শাবাজ আহমেদ।

জবাব দিতে নেমে ভারত অধিনায়ক শিখর ধাওয়ান আউট হয়ে যান মাত্র ৮ রান করে। ওয়ান ডাউনে নামা ইশান কিশানও আউট হন কেবল ১০ রান করে। শুভমান গিল করেন সর্বোচ্চ ৪৯ রান। স্রেয়াশ আয়ার অপরাজিত ছিলেন ২৮ রান করে এবং সাঞ্জু স্যামসন অপরাজিত থাকেন ২ রানে।

দক্ষিণ আফ্রিকার হয়ে লুঙ্গি এনগিদি এবং বিজর্ন ফরচুইন নেন ১টি করে উইকেট। ভারত শেষ পর্যন্ত সিরিজটি জিতে নেয় ২-১ ব্যবধানে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ