রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন

প্রথম প্রেম দিবস আজ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮০ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ ‘হাজার কবিতা, বেকার সবই তা/তার কথা কেউ বলে না /সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা।’

নচিকেতার এই গান শুধু নয়, এমন আরও হাজারো গান রয়েছে যেমন- ‘এ জীবনে যারে চেয়েছি/আজ আমি তারে পেয়েছি/তুমি আমার সেই তুমি আমার/তোমারে খুঁজে পেয়েছি।’

আর অঞ্জন দত্তের ‘পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেবো/বলেছে পাড়ার দাদারা/অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই।’ ‘রঞ্জনা’ গানের মতো এমন হুমকিও যেন প্রথম প্রেমকে কোনোভাবেই আটকে রাখতে পারেনি।

বাধাহীন এমন ‘প্রথম প্রেম’ সবার জীবনেই আসে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, প্রথম প্রেমকে টেকানো যায় না। ফলে প্রথম ভালোবাসার মানুষটির সঙ্গে থাকতে না পারলেও এই প্রেমের স্মৃতি থেকে যায় সারাজীবন।

 

আর তাইতো প্রথম প্রেমের স্মৃতিগুলো মনে করিয়ে দিতে রয়েছে একটি দিবস। ‘প্রথম প্রেম দিবস’। প্রতিবছরই বিশ্বজুড়ে ১৮ সেপ্টেম্বর পালিত হয় দিবসটি।

২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটির যাত্রা শুরু হয়। এরপর থেকে প্রতিবছরই পালিত হয়ে আসছে এটি। এদিন মার্কিন যুক্তরাষ্ট্র সরকারি ছুটি পালন করে। যদিও এর উৎপত্তি কীভাবে তা কারও জানা নেই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ