সোমবার, ০১ জুলাই ২০২৪, ১০:০৫ পূর্বাহ্ন

চার দিনের সফরে কিশোরগঞ্জে রাষ্ট্রপতি

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১৪৬ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চার দিনের সফরে নিজ জেলা কিশোরগঞ্জে পৌঁছেছেন। সফরকালে তিনি মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলায় চলমান কিছু উন্নয়ন প্রকল্প দেখবেন, পাশাপাশি স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

সোমবার (২২ আগস্ট) বিকেলে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে রাষ্ট্রপ্রধান তার জন্মস্থান মিঠামইনে পৌঁছান।

 

পরিবারের কয়েকজন সদস্য, একজন সংসদ সদস্য, বঙ্গভবনের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে রয়েছেন।

মিঠামইনে রাষ্ট্রপতিকে স্বাগত জানান রাজনৈতিক নেতা, স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জেলা পরিষদের নতুন ডাকবাংলোয় রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়।

 

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, জেলার তিন উপজেলার চলমান নানা উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। তিনি প্রতিটি উপজেলায় সুশীল সমাজ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন। রাত্রিযাপন করবেন কামালপুরের পৈতৃক নিবাসে।

সফর শেষে রাষ্ট্রপ্রধানের আগামী ২৫ আগস্ট ঢাকায় ফেরার কথা রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ