রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৭:১৮ পূর্বাহ্ন

নিউইয়র্কে সালমান রুশদির ওপর হামলা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১৩০ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদির ওপর হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি মঞ্চে বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে। নিজের লেখা বইয়ের জন্য আগে থেকেই হত্যার হুমকি পেয়েছেন তিনি। শুক্রবার (১২ আগস্ট) এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, পরিচয় হওয়ার ছদ্মবেশে একজন ব্যক্তি চৌতাকুয়া ইনস্টিটিউশনের মঞ্চে ওঠে তাকে ঘুষি অথবা ছুরিকাঘাত শুরু করে। এসময় ৭৫ বছর বয়সী রুশদিকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেওয়া হয়।

 

সালমান রুশদির উপন্যাস ‘স্যাটানিক ভার্সেস’, যাকে মুসলিম বিশ্বের অনেকেই ধর্মদ্রোহী বলে মনে করেন। এই উপন্যাস প্রকাশের পর বছরের পর বছর ধরে তিনি হত্যার হুমকি পেয়ে আসছেন।

অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, ঘটনার পরপরই মঞ্চে ছুটে আসেন অনুষ্ঠানে উপস্থিত লোকজন।

ঘটনাস্থলে থাকা লোকজন হামলাকারীকে আটক করেছে বলে জানা গেছে। তবে রুশদির অবস্থা বর্তমানে জানা যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ