দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সুনামগঞ্জের দিরাইয়ে ৮০০ কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ-সার বিতরণ করা হয়েছে।
রবিবার (২৪ জুলাই) উপজেলা কৃষি অফিস চত্বরে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৭ টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে এ বীজ ও সার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন, পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. বাবরা হ্যামলিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাহিদ আহমেদ, উপজেলা সমবায় অফিসার রাজমণি সিংহ প্রমুখ।