স্টাফ রিপোর্টারঃ শান্তিগঞ্জে বন্যা পরবর্তী কৃষি উৎপাদন বৃদ্ধি ও আধুনিক জাত সম্প্রসারণের লক্ষ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২১-২২ অর্থ বছরে কৃষি প্রনোদনা কর্মসুচীর আওতায় ৩শত ৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার(২০ জুলাই) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সার ও বীজ বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন প্রমুখ। এসময় বিনা কর্তৃক সরবরাহকৃত বীজও কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।