শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:০০ পূর্বাহ্ন

সিলেটে কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি, হাত দেয়া যাচ্ছে না টমেটো-শসায়!

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১৪৭ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ কোরবানির ঈদে মাংসের অন্যতম অনুষঙ্গ সালাদ। আর এই সালাদ তৈরির উপকরণ শসা, টমেটো, গাজর ও কাঁচা মরিচ।

তাই ঈদের আগে থেকেই সিলেটে কাঁচাবাজারে দামের ঊর্ধ্বগতি সালাদের উপকরণে। শুধু দাম বাড়তি-ই নয়, ট্রিপল সেঞ্চুরিতে পৌঁছেছে কাঁচা মরিচ, আর সেঞ্চুরি পার করেছে শসা! তাছাড়া জোগান কম থাকায় অন্যান্য সবজির দামও বাড়তি।

 

 

বুধবার সিলেট নগরীর রিকাবীবাজার, আম্বরখানা ও মদিনা মার্কেট ঘুরে দেখা গেছে- টমেটোর কেজি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০, গাজর ১২০, কাঁচা মরিচ ২৫০ থেকে ৩০০, ধনিয়া পাতা ১৮০ থেকে ২০০, শশা ১২০ থেকে ১৪০, বড় লেবুর হালি ৩০-৪০ ও ছোট লেবুর হালি ২০-২৫ টাকা।

বাজারে আসা ক্রেতারা বলছেন- মাত্র ৪-৫ দিনের ব্যবধানে অস্বাভাবিক দাম বেড়েছে শসা ও কাঁচা মরিচের। আর টম্যাটো ও গাজরের দামও কিছুটা বাড়তি। আর বিক্রেতারা বলছেন, ‘জোগান’ কম থাকায় দামের এই আকাশচুম্বী অবস্থা।

সালাদের উপকরণের এই আকাশছোঁয়া দামে বিরক্ত ক্রেতারা। তারা বলছেন- বিক্রেতারা ইচ্ছেমতো দাম বাড়িয়ে দিয়েছেন।

 

রিকাবীবাজারে দেখা হয় আসিফ আহমেদ নামের এক সরকারি চাকরিজীবির সঙ্গে। প্রশ্ন রেখে তিনি বলেন, ‘অবস্থা দেখেছেন? কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা। দেশে দুর্ভিক্ষ আসলো নাকি?’

পাশেই থাকা বিক্রেতা তৎক্ষণাৎ জবাব দেন, ‘স্যার, মাল আইছে না। তে আমরা কিতা করতাম?’

আসিফ আহমেদ এর জবাবে বলেন, ‘তোমাদের এ অজুহাত আমরা প্রতি ঈদের পরদিনই শুনি। আসলে ঈদের কথা বলে তোমাদের ফায়দা নেয়ার চেষ্টা।’

 

আম্বরখানা বাজারে সবজি বিক্রেতা মো. জয়নাল মিয়া বলেন, ‘গতকাল রাতে মাত্র এক ট্রাক মাল এসেছে। এ জন্যই সব সবজির দাম বেশি।’

দুই-তিন দিন পর সব সবজির দাম কমে আসবে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে, কাঁচা মরিচ, শসা, টমেটো ও গাজরের মতো দ্বিগুণ বাড়ার পাশাপাশি অন্যান্য সব সবজির দামও বাড়তি। প্রায় সব সবজিই কেজিতে ১০-২০ টাকা করে বেড়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন সিলেটের বন্যার্ত নিম্ন আয়ের মানুষ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ